সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মঙ্গলবার ভারত যাচ্ছে বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেট দল

একুশে সংবাদ প্রকাশিত: ০৭:০৭ পিএম, ৪ মার্চ, ২০২৩

ভারতের গুজরাট রাজ্যের সুরাত জেলার লালভাই কনট্রাকটর স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ‘মানস ইন্দো-বাংলা ফ্রেন্ডশিপ কাপ হুইল চেয়ার ক্রিকেট টূর্নামেন্ট, ইন্ডিয়া ২০২৩’ তে অংশ নিতে মঙ্গলবার ভারত যাচ্ছে বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেট দল।


মঙ্গলবার সকালে উত্তরার দক্ষিণখানে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি (বিপিকেএস)কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট সম্পর্কে বিস্তারিত জানান, বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেট দলের অধিনায়ক মো. মহসিন।

 

তিনি জানান, বাংলাদেশ  বনাম ভারত, এ আসর শুরু হবে মার্চ মাসের ৮ তারিখ এবং শেষ হবে একই মাসের ১২ মার্চ তারিখে। 


আগামী ৭ মার্চ, ২০২৩ বাংলাদেশ দল ভারতের  উদ্দ্যেশে দেশ ছাড়বে। দেশে ফিরবে আগামী ১৩ মার্চ, ২০২৩ । 


মানস ইন্দো-বাংলা ফ্রেন্ডশিপ কাপ প্রস্তুতি নিতে আশিয়ান সিটির খেলার মাঠে ৪ দিনের অনুশীলন করেছে বাংলাদেশ দল।


এ আসরে বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলের সার্বিক সহযোগিতায় আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, পৃষ্ঠপোষকতায় গ্রামীণফোন, ব্রাক, টিম, ওরিয়ান, বিজিএমইএ বিডিক্রিকটাইম.সময় টিভি ইনফো পাওয়ারও সিম গুপ।

 

বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট স্কোয়াড: মো. মহসিন (অধিনায়ক), রিপন উদ্দিন (সহ-অধিনায়ক), রনি গায়েন, মো. লিটন মৃধা, সাজ্জাদ হোসেন, আহাদুল ইসলাম, খোরশেদ আলম,  মো. রাজন ,উজ্জ্বল বৈরাগী, মো. মহিদুল ইসলাম, মো. মোরশেদ আলম, রবিন গায়েন, রনি গায়েন, ও স্বপন দেওয়ান।

 

খেলার  সময়সূচী - ভারতীয় সময় -
মার্চ ৯ তারিখ -     সকাল ৮:৩০ এ  : বাংলাদেশ বনাম ভারত। 
মার্চ ১০ তারিখ - সকাল ৮:৩০ এ    : বাংলাদেশ বনাম ভারত। 
মার্চ ১১ তারিখ - বিকেল ৫  টা : ভারত বনাম বাংলাদেশ।


একুশে সংবাদ/সম

খেলাধুলা বিভাগের আরো খবর