সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

চেমসফোর্ডে হবে আয়ারল্যান্ড ও বাংলাদেশের সিরিজ

একুশে সংবাদ প্রকাশিত: ০৩:৫১ পিএম, ৯ ফেব্রুয়ারি, ২০২৩

আয়ারল্যান্ডের বিপক্ষে আগামী মার্চ ও এপ্রিলে টি-২০, ওয়ানডে এবং টেস্ট সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ১৮ মার্চ সিলেটে শুরু হবে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর ২০ ও ২৩ মার্চ পরের দুই ম্যাচও হবে একই ভেন্যুতে।

 

এরপর টি-২০ সিরিজ শুরু হবে বন্দরনগরী চট্টগ্রামে। ২৭ মার্চ প্রথম টি-২০র ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। ২৯ ও ৩১ মার্চ একই ভেন্যুতে শেষ দুই টি-২০ অনুষ্ঠিত হবে। সিরিজের একমাত্র টেস্ট শুরু হবে ৪ এপ্রিল। ভেন্যু শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম।

 

এক মাস পর আবার ফিরতি সফরে আয়ারল্যান্ড যাবে বাংলাদেশ। সেখানে টেস্ট আর টি-২০ নেই। আইরিশদের বিপক্ষে এ সফরে শুধু তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা। সিরিজটি আয়ারল্যান্ডের বদলে ইংল্যান্ডের মাটিতে আয়োজনের চিন্তাভাবনা করছিল দেশটির ক্রিকেট বোর্ড।

 

সবশেষ জানা গেছে, পূর্ব পরিকল্পনা অনুসারে বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডে খেলবে আইরিশরা। এ বিষয়ে বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ চেমসফোর্ডে হবে।

একুশে সংবাদ/ডে বা/ সম      

খেলাধুলা বিভাগের আরো খবর