সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আফ্রিকার সফল কোচ মোসিমানে যোগ দিলেন সৌদি আরবের ক্লাবে

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:৩৫ পিএম, ২৭ সেপ্টেম্বর, ২০২২

কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের (সিএএফ) ক্লাব প্রতিযোগিতায় সবচেয়ে সফল কোচ দক্ষিণ আফ্রিকান পিটসো মোসিমানে সৌরি আরবের দ্বিতীয় বিভাগের ক্লাব আল আহলি সৌদিতে যোগ দিয়েছেন।


মোসিমানের সাথে একান্ত ঘনিষ্ট এক সূত্র বিষয়টি বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করেছে। যদিও চুক্তির বিস্তারিত সম্পর্কে কিছু জানা যায়নি।


জুনে মিশরীয় ক্লাব আল আহলি কায়রোর দায়িত্ব ছেড়ে দেন মোসিমানে। সিএএফ প্রতিযোগিতায় ২৩টি শিরোপা জয়ী আফ্রিকার অন্যতম বর্ণাঢ্য এই ক্লাবের মানসিক চাপ আর নিতে পারছিলেন না মোসিমানে। মোসিমানের অধীনে কায়রো রেড ডেভিলসরা ২০২০ ও ২০২১ আফ্রিকান চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করেছে। এ বছর অবশ্য তাদেরকে মরোক্কান ক্লাব ওয়াইডাড ক্যাসাব্লাঙ্কার কাছে পরাজিত হয়ে রানার্স-আপ শিরোপা নিয়ে সন্তুষ্ট থাকতে হয়।


৫৮ বছর বয়সী এই দক্ষিণ আফ্রিকান কোচের অধীনে আল আহলি সুপার কাপের দুইবার জয়ী হয়েছে। চ্যাম্পিয়ন্স লিগের বিজয়ী ও দ্বিতীয় টায়ারের কনফেডারেশন কাপের বিজয়ীর মধ্যে প্রতি বছর এই সুপার কাপের ম্যাচ অনুষ্ঠিত হয়।


প্রিটোরিয়ার ক্লাব মামেলোডি সানডাউন্সের হয়েও মোসিমানে চ্যাম্পিয়ন্স লিগ ও সুপার কাপের শিরোপা জয় করেছেন।

 

একুশে সংবাদ/এসএস

খেলাধুলা বিভাগের আরো খবর