সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

নারীদের সাফ ফুটবল শুরু ২৯ আগস্ট

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:৩৮ পিএম, ৩ জুলাই, ২০২২

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৯ আগস্ট থেকে শুরু হবে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ। নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের নতুন কমিটির কারণে নারীদের সাফ চ্যাম্পিয়নশিপ পিছিয়ে গিয়েছিল।
 
এবার নারীদের সাফের নতুন তারিখ নির্ধারিত হয়েছে। নেপালে এই টুর্নামেন্ট আয়োজিত হবে। চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। পকিস্তান ফিফার নিষেধাজ্ঞায় ছিল বলে দেশটিকে বাদ দিয়েই টুর্নামেন্ট হওয়ার কথা ছিল। কয়েকদিন আগে পাকিস্তানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে ফিফা। এখন দেশটি চাইলে নারীদের এই টুর্নামেন্ট খেলতে পারবে।

এটি হবে নারীদের ষষ্ঠ সাফ চ্যাম্পিয়নশিপে। ২০১০ সালে শুরু হওয়া এই টুর্নামেন্টের সবক'টি আসরেই চ্যাম্পিয়ন হয়েছে ভারত। বাংলাদেশ একবার ফাইনাল খেলেছিল। ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ ৩-১ গোলে হেরেছিল স্বাগতিকদের কছে।

একুশে সংবাদ/এসএস

খেলাধুলা বিভাগের আরো খবর