সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

চতুর্থ দিনেও সতর্ক শ্রীলঙ্কা

একুশে সংবাদ প্রকাশিত: ১০:১২ এএম, ২৬ মে, ২০২২

চট্টগ্রাম টেস্টের প্রথেই এগিয়ে যাচ্ছে মিরপুর টেস্ট। বাংলাদেশের প্রথম ইনিংসে করা ৩৬৫ রানের জবাবে শক্ত জবাব দিচ্ছে শ্রীলঙ্কা। তৃতীয় দিনের খেলা শেষে  ৫ উইকেটে ২৮২ রান নিয়ে চতুর্থ দিন সতর্কতায়  এগিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা।

অবশ্যে চতুর্থ (বৃহস্পতিবার) দিন ৩০ মিনিট আগে সকাল সাড়ে নয়টায় খেলা শুরু হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০৫ ওভারে ৫ উইকেটে শ্রীলঙ্কার সংগ্রহ ৩১২ রান।

আগের দিন শেষে অ্যাঞ্জেলো ম্যাথুস ৫৮ ও দিনেশ চান্দিমাল ১০ রান নিয়ে সকালে ব্যাটিং শুরু করে। বৃষ্টির কারণে তৃতীয় দিন ৫১ ওভার খেলা হয়।


এর আগে মুুশফিক-লিটন  দাসের রেকর্ড গড়া ইনিংসে বাংলাদেশ থেমেছে ৩৬৫ রানে। মুশফিকুর রহিম ১৭৫ রান করে অপরাজিত থাকেন। তার ৩৫৫ বলের এই ইনিংসে ২১টি বাউন্ডারি রয়েছে। এছাড়া লিটন কুমার খেলে ১৪১ রানে ইনিংস। তার ইনিংসে ২৪৬ বলে ১৬টি বাউন্ডারি ও এক ছক্কায় ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন লিটন।  এছাড়া তাইজুলের ব্যাট থেকে আসে ১৫ রান। আর কোন ব্যাটার দুই অংকে পৌঁছাতে পারেনি।

একুশে সংবাদ/এসএস

খেলাধুলা বিভাগের আরো খবর