সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

টিকে থাকাই কঠিন হচ্ছে-তামিম

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:১৯ পিএম, ২৫ জানুয়ারি, ২০২২

বঙ্গবন্ধু বিপিএলে এবারের আসরে তারকা সমৃদ্ধ দল গঠন করেছে মিনিষ্টার গ্রুপ ঢাকা। শক্তিশালী দল গঠন করেও চার ম্যাচের তিনটিতেই হার। বিপিএলে টিকে থাকাই কঠিণ হচ্ছে তাদের। মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিলেটের সাথে ৭ উইকেটে হারের পর এমনটাই জানান ওপেনার তামিম ইকবাল।

টানা দুই ম্যাচে দারুণ ব্যাট করেও দলকে জেতাতে পারেননি তামিম। তৃতীয় ম্যাচে তামিমের ব্যাট জ্বলে না উঠলেও দল ঠিকই জিতেছিল। কিন্তু চতুর্থ ম্যাচে আবারও হার। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ঢাকার ওপেনার তামিম ইকবাল বলেন,‘আমরা ভালো ক্রিকেট খেলছি না। চারটা ম্যাচের মধ্যে যেটা জিতেছি,তারও ভাগ্যক্রমে জিতেছি। এমন না যে আমরা ভালো খেলেছি,আজ বোলিংটা ভালো ছিল, কিন্তু ব্যাটিং তেমন একটা ভালো ছিল না। এ কারণেই আমরা হেরেছি।’

হারের জন্য উইকেটকে দায়ী করছেন কিনা এমন প্রশ্নে বলেন,‘এখানে উইকেট বা অন্য কোনো কিছুকে দোষ দিয়ে লাভ নেই। অন্য দিনে সকালের উইকেটের তুলনায় আজকেরটা ভালো ছিল। আমরা ভালো ব্যাটিং করিনি। আসলে টি-টোয়েন্টি ফরম্যাটটাই এমন—সবাই প্রতিদিন রান করবে না। সফল হবে না,ফেলই বেশি হবে। তবে যার সময় আসে, মেক শিউর করতে হবে যত দূরে নেওয়া যায়। আমাদের জুটিই হচ্ছে না।’ 

এছাড়া তামিম বলেন,‘সত্যি বলতে, আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। ৪ ম্যাচে ১ জয়। বাকি ৬ ম্যাচে ম্যাক্সিমামই জিততে হবে, হয়তো ৪টিতেই জিততে হবে। টিম হিসেবে আমরা কোয়ালিটি ভালো টিম, কোয়ালিটি প্লেয়ারস আছে। দল হিসেবে পারফর্ম করতে পারছি না।’ 

দলে পরিবর্তন আসবে কিনা জানতে চাইলে তিনি বলেন,‘টিমের মধ্যে অপশন নেই। কিছু প্লেয়ার, বিশেষ করে দুজন বিদেশী যোগ হবে। টীম ইয়ানেজমেন্ট–কোচ ক্যাপ্টেন যেটা বেস্ট পসিবল ইলেভেন খেলাবে। আমার ঘরের মাঠ অত গুরুত্বপূর্ণ না। টিম হিসেবে খেলতে হবে। খাতা-কলমে আমরা স্ট্রং, টিম হিসেবে এখন ক্লিক করতে হবে।’

একুশে সংবাদ/এসএস/

খেলাধুলা বিভাগের আরো খবর