সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

৩০০তম ম্যাচে ক্যারিয়ার সেরা বোলিং রশিদ খানের

একুশে সংবাদ প্রকাশিত: ০১:৫৪ পিএম, ১৩ জানুয়ারি, ২০২২

নিজের ক্যারিয়ারের মাইলফলকের ম্যাচটিতে অসাধারণ পারফরম্যান্স করেছেন আফগান স্পিনার রশিদ খান। বুধবার বিগ ব্যাশ লিগে অ্যাডিলেড স্ট্রাইকার্সের জার্সিতে ব্রিসবেন হিটের বিপক্ষে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৩০০তম ম্যাচ খেলেছেন আফগান লেগস্পিনার। এই ম্যাচেই বল হাতে তুলে নিয়েছেন ক্যারিয়ার সেরা বোলিং ফিগার। 

তার ঘূর্ণিতে নাকাল ব্রিসবেন অলআউট হয়েছে মাত্র ৯০ রানে। রশিদ খান ৪ ওভারে মাত্র ১৭ রান খরচায় নিয়েছেন ৬ উইকেট। ম্যাচে দুইবার হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছেন তিনি। কুড়ি ওভারের ক্রিকেটে এবারই প্রথম ম্যাচে ছয় উইকেট নিলেন রশিদ। এতদিন ধরে তার সেরা বোলিং ছিল ৩ রানে ৫ উইকেট। এছাড়া বিগ ব্যাশের মাত্র তৃতীয় বোলার হিসেবে এক ম্যাচ ছয় উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন রশিদ খান।

বিগ ব্যাশে সেরা বোলিং ফিগার

১/ লাসিথ মালিঙ্গা (মেলবোর্ন স্টারস): ৪-১-৭-৬ (২০১২)
২/ ইশ সোধি (অ্যাডিলেইড স্ট্রাইকার্স): ৩.৩-০-১১-৬ (২০১৭)
৩/ রশিদ খান (অ্যাডিলেড স্ট্রাইকার্স): ৪-০-১৭-৬ (২০২২)
৪/ ড্যান ক্রিশ্চিয়ান (হোবার্ট হারিকেনস): ৪-০-১৪-৫ (২০১৭)
৫/ মুজিব উর রহমান (ব্রিসবেন হিট): ৪-০-১৫-৫ (২০২০)

এই ৬ উইকেট নেওয়ার মাধ্যমে স্বীকৃত টি-টোয়েন্টি সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায়ও বেশ এগিয়ে গেছেন রশিদ। আর মাত্র ১৬ উইকেট পেলেই সুনিল নারিন ও ইমরান তাহিরকে টপে দুই নম্বরে উঠে যাবেন আফগান লেগস্পিনার।


স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারি

১/ ডোয়াইন ব্রাভো - ৫১২ ম্যাচে ৫৫৩ উইকেট, সেরা বোলিং ৫/২৩
২/ ইমরান তাহির - ৩৪৪ ম্যাচে ৪৩৫ উইকেট, সেরা বোলিং ৫/২৩
৩/ সুনিল নারিন - ৩৮৩ ম্যাচে ৪২৫ উইকেট, সেরা বোলিং ৫/১৯
৪/ রশিদ খান - ৩০০ ম্যাচে ৪২০ উইকেট, সেরা বোলিং ৬/১৭
৫/ সাকিব আল হাসান - ৩৫১ ম্যাচে ৩৯৮ উইকেট, সেরা বোলিং ৬/৬

একুশে সংবাদ/এসএস

খেলাধুলা বিভাগের আরো খবর