সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মাঠে দর্শক নিয়েই হবে বিপিএল

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:০২ পিএম, ২৬ ডিসেম্বর, ২০২১

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ দিয়ে প্রায় দেড় বছর পর বাংলাদেশের ক্রিকেট মাঠে ফিরেছে দর্শক। তবে স্টেডিয়ামে দর্শক ধারণক্ষমতার অর্ধেক টিকিট বিক্রি করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে ১৮ বছরের বেশিরা দুই ডোজ করোনার টিকা নেওয়া থাকার শর্তে মাঠে বসে খেলা দেখতে পেরেছেন দর্শকরা।

এবার ঘরের মাঠে পরবর্তী ক্রিকেটোৎসব বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আগামী ২০ জানুয়ারি উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরুর কথা রয়েছে বিপিএলের অষ্টম আসর। ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে জমজমাট এই টুর্নামেন্টেও মাঠে দর্শক প্রবেশের সুযোগ রাখছে বিসিবি।

গত সিরিজের চেয়ে বেশি টিকিট বিক্রির কথা ভাবছেন তারা। অর্থাৎ ধারণক্ষমতার অর্ধেকেরও বেশি দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হতে পারে এবার। রোববার দুপুরে মিরপুরে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

বিপিএলে দর্শক নিয়ে তিনি বলেন, ‘দর্শকের ব্যাপারে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে পঞ্চাশ ভাগ তো থাকবেই। এর চেয়ে বাড়তেও পারে। বিপিএল গভর্নিং কাউন্সিল এ ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। টুর্নামেন্ট শুরু হতে এখনও দুই সপ্তাহের ওপরে আছে, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’

এছাড়া তিনি বলেন, ‘তাদের জন্য দুইটি টিভি চ্যানেলেও বিপিএল সরাসরি সম্প্রচার করা হবে। বিসিবির প্রধান নির্বাহীর ভাষ্য, ‘এরই মধ্যে এবারের আসরের সম্প্রচার স্বত্ব দেওয়া আছে। ২০২২ সালের আসরের খেলাগুলো দুইটা চ্যানেল সরাসরি সম্প্রচার করবে।’

একুশে সংবাদ/এসএস/

খেলাধুলা বিভাগের আরো খবর