সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মিরপুর টেস্টের তৃতীয় দিনের খেলা অনিশ্চিত

একুশে সংবাদ প্রকাশিত: ০৯:১৫ এএম, ৬ ডিসেম্বর, ২০২১

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার মিরপুর টেস্টের তৃতীয় দিনও বৃষ্টির কবলে পড়েছে। রাত থেকে টানা বৃষ্টিতে সোমবার তৃতীয় দিনের খেলা অনিশ্চিত। সকাল ৯টায় খেলা শুরু কথা থাকলেও বৃষ্টিতে হোটেলেই অবস্থান করছে দুই দলের ক্রিকেটাররা।

হোটেলবন্দি দুই দল খেলা সময়মতো শুরু হচ্ছে না জেনেই মাঠেই আসেনি দুই দল। প্রকৃতির বিরূপ অবস্থা দেখে সবাইকে হোটেলেই থাকার পরামর্শ দিয়েছেন ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ।

বৃষ্টির কারণে দ্বিতীয় দিন মাত্র ৬.২ ওভার খেলা অনুষ্ঠিত হয়। এরপর দুপুর ৩টায়ই দিনের খেলার সমাপ্তি টেনে আম্পায়াররা। দ্বিতীয় দিনে বাবর আজম ও আজহার আলির ব্যাটে আসে ২৭ রান। তৃতীয় উইকেটে দুজনের অবিচ্ছিন্ন জুটি পেরিয়ে যায় শতরান। যেটুকু সময় মিলেছে, সহায়ক কন্ডিশনেও ভালো বোলিং করতে পারেননি বাংলাদেশের দুই পেসার ইবাদত হোসেন চৌধুরি ও সৈয়দ খালেদ আহমেদ।
 
পাকিস্তানের সংগ্রহ  ১ম ইনিংস সংগ্রহ ৬৩.২ ওভারে দুই উইকেটে ১৮৮ রান। দ্বিতীয় দিন অনেক অপেক্ষার পর শুরু হয়ে চলতে পারে কেবল আধঘণ্টার মতো। আবার বৃষ্টিতে ১টা ২০ মিনিটে বন্ধ হলো খেলা। দ্বিতীয় দিনে খেলা হয়েছে মাত্র ৬.২ ওভার। এতেই রান এসেছে ২৭। বাবর আজম খেলছেন ৭১ রানে, আজহার আলি ৫২ রানে।

মেঘলা আকাশের নিচেও বাংলাদেশের দুই পেসার ইবাদত ও খালেদ কোনো প্রভাব রাখতে পারেননি। দুই ব্যাটসম্যান রান বাড়াতে থাকেন অনায়াসেই। সেখানেই বাধা হয়ে দাঁড়াল বৃষ্টি। আলোকস্বল্পতার কারণে প্রথম দিনের খেলা এক ঘণ্টা আগেই দিনের সমাপ্তি টানা হয়।

একুশে সংবাদ/এসএস

খেলাধুলা বিভাগের আরো খবর