সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ জনকে কারাদণ্ড

একুশে সংবাদ প্রকাশিত: ০৮:৫৪ পিএম, ৪ মে, ২০২৪

কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পাচ জনকে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার জামালপুর ইউনিয়নের কাপাইস এলাকা ও মোক্তারপুর ইউনিয়নের বড়হরা গ্রামে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এস.এম ইমাম রাজী টুলু।

এসময় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারা লংঘনের দায়ে ৫ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

কৃষি জমি হতে মাটি কাটার অপরাধে উপজেলার জামালপুর ইউনিয়নের রুহুল আমিনের পূত্র মোঃ সোহাগ, হেফাজ উদ্দিনের পূত্র সুরুজ মিয়া, নীল কমল দাসের পূত্র নিবেদন চন্দ্র দাস, সুশীল চন্দ্র দাসের পূত্র উত্তম চন্দ্র দাস, মুনসুপপুর এলাকার আলীর পূত্র সুজনসহ পাচ জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ কারাদন্ড প্রদান করা হয়।

এসময় ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন বেঞ্চ সহকারী মোঃ আলামিন ভূঁইয়া ও আনসার সদস্যবৃন্দ।

 

একুশে সংবাদ/বিএইচ

সারাবাংলা বিভাগের আরো খবর