সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

টেস্ট বোলারদের নিয়ে হতাশ মুমিনুল

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:২৩ পিএম, ৩০ নভেম্বর, ২০২১

চট্টগ্রাম টেস্টে পাকিস্তানের দুই পেসার নিয়েছেন ৫টি করে উইকেট। সেখানে বাংলাদেশের দুই পেসারের পুরো ম্যাচে শিকার মাত্র দুটি। আবু জায়েদ রাহি ক্যারিয়ারে প্রথমবার দুই ইনিংসে ছিলেন উইকেটহীন। প্রথম ইনিংসে দুই উইকেট নেন ইবাদত হোসেন। সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে লিড পেয়েও শেষ পর্যন্ত লড়াই করতে পারেনি বাংলাদেশ।

ফলে ব্যাটিং-বোলিং বর্থতায় স্বাগতিকরা হেরেছে ৮ উইকেটের বড় ব্যবধানে। টপঅর্ডারের ব্যাটিং ব্যর্থতার পাশাপাশি টেস্ট অধিনায়ক মুমিনুল হকের কণ্ঠে পেসারদের নিয়ে ঝরল হতাশা। টেস্টে হারের পর ক্যাপ্টেন মুমিনুল বলেন,‘এরকম উইকেট সমর্থন করি। পুরোপুরি ফ্লাট ছিল। ব্যাটসম্যানদের জন্য সহায়ক ছিল। পেস বোলারদের জন্য কঠিন ছিল। আমার কাছে মনে হয় ফ্লাট উইকেটে কীভাবে বল করতে হয় জানাটা খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া কোচরা আছেন, উনারা হয়ত ভালো বলতে পারবেন। বিদেশে বল করা একরকম, দেশে আরেকরকম।’


এছাড়া টেস্টে ভালো করার জন্য নিজেদের চার দিনের ক্রিকেট বেশি বেশি খেলার পরামর্শ দিয়েছেন তিনি। এ বিষয়ে তিনি বলেন,‘আমার মনে হয় বেশি বেশি চার দিনের ম্যাচ খেলা উচিত। ভারতে দেখবেন তারা প্রচুর ম্যাচ খেলে। আমাদের পেসারদেরও সুযোগ পেলে চার দিনের ম্যাচ খেলা উচিত এবং ফ্লাট উইকেটে বল করাটা শিখতে হবে।’

চোট কাটিয়ে ফেরা রাহি চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ১২ ওভার বল করে দেন ৪১ রান। দ্বিতীয় ইনিংসেও থাকেন নির্বিষ। ৪ ওভার বল করে দেন ২৩ রান। উইকেট নেয়ার মতো কোনো সুযোগও তৈরি করতে পারেননি। আরেক পেসার ইবাদত হোসেন সাফল্য পেয়েছেন। প্রথম ইনিংসে ২৬ ওভারে ৪৭ রান দিয়ে পুরনো বলে নিয়েছেন ২টি উইকেট। পরের ইনিংসে ৮ ওভারে ৩০ রান দিয়ে কোন পাননি উইকেট।

একুশে সংবাদ/এসএস

খেলাধুলা বিভাগের আরো খবর