সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ইংল্যান্ড-হাঙ্গেরি ম্যাচে স্টেডিয়ামের ভেতর সংঘর্ষ

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:০৮ পিএম, ১৩ অক্টোবর, ২০২১

এবার স্টেডিয়ামের ভেতর পুলিশের সঙ্গে হাঙ্গেরি সমর্থকদের সংঘর্ষের সৃষ্টি হয়। বিশ্বকাপ বাছাইপর্বে ইংল্যান্ড-হাঙ্গেরির ম্যাচে মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে ওয়েম্বলিতে ইংল্যান্ড-হাঙ্গেরির ম্যাচ শুরু পরই এমন ঘটনা ঘটে।

স্টেডিয়ামে এক স্টুয়ার্ডের উদ্দেশ্যে বর্ণবাদী আচরণের অভিযোগে হাঙ্গেরির এক সমর্থককে পুলিশ গ্রেপ্তার করলে এমন বাজে পরিস্থিতির সৃষ্টি হয়।

প্রায় ৬০০ হাঙ্গেরিয়ান সমর্থক স্টেডিয়ামের এক কোণায় জড়ো হয়। তাদের মধ্যে অনেকেই আবার কালো টি-শার্ট পরে আসে। তারা একপর্যায়ে পুলিশের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়ে। পরে হেলমেট পরিহিত পুলিশ ফোর্স এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনার জন্য কঠোর শাস্তি পেতে হতে পারে হাঙ্গেরি সমর্থকদের। এর আগে সেপ্টেম্বরে বর্ণবাদী অপরাধের দায়ে জরিমানার পাশাপাশি নিজেদের মাটিতে নিষেধাজ্ঞার শাস্তি পেতে হয়েছিল হাঙ্গেরি ফুটবল দলকে।

ম্যাচ শুরু হওয়ার পরই পুলিশের সঙ্গে হাঙ্গেরি সমর্থকরা ঝামেলায় জড়িয়ে পড়ে। স্টেডিয়ামে এক স্টুয়ার্ডের উদ্দেশ্যে বর্ণবাদী আচরণের অভিযোগে হাঙ্গেরির এক সমর্থককে পুলিশ গ্রেপ্তার করলে এক বাজে পরিস্থিতির সৃষ্টি হয়। প্রায় ৬০০ হাঙ্গেরিয়ান সমর্থক বসা গ্যালারির কর্নারে ঘটনাটি ঘটে। কয়েক ডজন সমর্থক পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়।  কিন্তু কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়। 

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে মঙ্গলবার রাতে ১-১ গোলে ড্র হয়েছে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি। ইংলিশরা বিশ্বকাপ বাছাইয়ে এই নিয়ে শেষ তিন ম্যাচে হারাল দুটি পয়েন্ট । গত মাসে তারা ১-১ ড্র করেছিল পোল্যান্ডের মাঠে। এর আগের সাত ম্যাচে ইংলিশরা প্রতিপক্ষের জালে বল পাঠায় ২৩ বার।

একুশে সংবাদ/ঢা/তাশা 

খেলাধুলা বিভাগের আরো খবর