সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

টস জিতে বোলিংয়ে জিম্বাবুয়ে

একুশে সংবাদ প্রকাশিত: ০২:৪০ পিএম, ৭ মে, ২০২৪

পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জিততে চায় বাংলাদেশ দল। অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে সিরিজ বাঁচাতে চায় সফরকারীরা। এমন সমীকরণ মাথায় রেখে মঙ্গলবার চট্টগ্রামে মুখোমুখি হচ্ছে দুদল। খেলা শুরু হবে বেলা ৩টায়।  

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। এতে আগে ব্যাট করবে বাংলাদেশ।   

চলমান সিরিজের প্রথম দুই ম্যাচে জিম্বাবুয়েকে যথাক্রমে ৮ এবং ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচটি দুটিতে অতি সহজে জয় পেলেও টাইগার ব্যাটারদের ফর্ম নিয়ে উদ্বেগ আছে।

সিরিজ জয়ের এই ম্যাচে বাংলাদেশ দলে পরিবর্তন আসার সুযোগ কম। টাইগারদের সহকারী কোচ নিক পোথাসও ইঙ্গিত দিয়েছেন, সিরিজ জয় নিশ্চিতের আগে পরীক্ষা-নিরীক্ষার সম্ভাবনা কম। বোলিং লাইনআপের দাপুটে পারফরম্যান্সে খুব বেশি পরিবর্তন চাইবেন না কেউই।

তবে ব্যাট হাতে বাংলাদেশের ক্রিকেটাররা ঠিক কেমন করেন, তার প্রতিচ্ছবিও খুব একটা ভালোভাবে দেখা যায়নি। তৃতীয় টি-২০তে টস জিতলে টাইগাররা আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কিনা সেটি দেখার বিষয়।

বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী (উইকেটকিপার), তানভির ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন।

জিম্বাবুয়ে একাদশ: জয়লর্ড গাম্বি, ক্রেগ আরভিন, র্রায়ান বেনেট, সিকান্দার রাজা (অধিনায়ক), তাদিওয়ানাশে মারুমানি, ক্লাইভ মাদানদে, জোনাথন ক্যাম্পবেল, লুক জঙ্গি, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা ও এন্সলি এন্দলোভু।

একুশে সংবাদ/এস কে 

খেলাধুলা বিভাগের আরো খবর