সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশকে রানার পাহাড়ে চাপা দেয়ার দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

একুশে সংবাদ প্রকাশিত: ১২:০৮ পিএম, ৩০ এপ্রিল, ২০২১

প্রথম টেস্টে বাংলাদেশের করা ৫৪১ রানের জবাবে স্বাগতিক শ্রীলঙ্কা করেছিল ৬৪৮ রান। এবার চলমান দ্বিতীয় টেস্টে তারাই করছে আগে ব্যাটিং। ম্যাচের প্রথম দিন মাত্র ১ উইকেট হারিয়ে ২৯১ রান করে ফেলেছে লঙ্কানরা। আবারও বাংলাদেশকে রান পাহাড়ে চাপা দেয়ার লক্ষ্য স্বাগতিকদের।

বৃহস্পতিবার প্রথমদিনের খেলা শেষে শ্রীলঙ্কার ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ার সাফ জানিয়েছেন, প্রথম ম্যাচের মতো এবারও ছয়শ ছাড়ানো দলীয় সংগ্রহ দেখতে চান তিনি। আর তা হলে, নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো পরপর দুই ম্যাচে ছয়শর বেশি রান করার নজির গড়বে লঙ্কানরা।

অবশেষে উইকেট শিকার তাসকিনের

উইকেটটা হতে পারতো আগের দিনই। কিন্তু করুনারত্নের সহজ ক্যাচ স্লিপে ফেলে দিয়েছিলেন শান্ত। তাই দারুণ বোলিং করেও পাওনা উইকেটের দেখা আর পাননি তাসকিন। সে প্রথম উইকেটের দেখা দ্বিতীয় দিন সকালে এসে পেলেন তাসকিন। তার লেগস্ট্যাম্পের বাইরে করা বলে থিরিমান্নে ক্যাচ দেন উইকেটের পেছনে। তাসকিনের ঝুলিতে জমা পড়ে প্রথম উইকেট।

খেলাধুলা বিভাগের আরো খবর