সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

চার পরিবর্তন নিয়ে মাঠে নামলো ভারত

একুশে সংবাদ প্রকাশিত: ১০:৪৩ এএম, ১৫ জানুয়ারি, ২০২১

আজ অঘোষিত ফাইনাল কিন্তু বাধ্য হয়ে দলে চারটি পরিবর্তন করে ব্রিসবেনে টেস্টে নামতে হল ভারতকে ৷ ক্রিকেটে পাঁচ দিনের এই ফরমেটে অভিষেক হল পেসার টি নটরাজন এবং স্পিনার ওয়াশিংটন সুন্দরের৷

ভারতের চোট জর্জর টিমে ব্রিসবেন টেস্ট থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরাও৷ ফলে কার্যত অনভিজ্ঞ বোলিং অ্যাটাক নিয়েই গাব্বায় নামলেন অজিঙ্ক রাহানেরা ৷ ওয়াশিংটন সুন্দর, টি নটরাজন ছাড়াও দলে এসেছেন ময়াঙ্ক আগরওয়াল এবং পেসার শার্দুল ঠাকুর ৷ আর এক পেসার হিসেবে দলে থাকছেন অস্ট্রেলিয়া সিরিজেই অভিষেক ঘটানো মুহাম্মাদ সিরাজ৷

চোটের কারণে বাদ পড়েন হনুমা বিহারী এবং রবিচন্দ্রন অশ্বিনও ৷আর সিডনি টেস্ট চলাকালীনই আঙুল ভেঙে যাওয়ায় ব্রিসবেন টেস্ট থেকে ছিটকে যান দুরন্ত ছন্দে থাকা রবীন্দ্র জাদেজাও৷ চোট পাওয়া অভিজ্ঞ পেসার বুমরাকে ব্রিসবেনে খেলানোর সর্বোচ্চ চেষ্টা করা হয়েছিল ৷ তাঁকে নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় প্রথম এগারো ঘোষণা করাও পিছিয়ে দেয় ভারত৷ বাঁ হাতি স্পিনার অলরাউন্ডার জাদেজার জায়গায় ব্রিসবেনে খেলানো হচ্ছে ওয়াশিংটন সুন্দরকে৷ কারণ তাঁর ব্যাটের হাতটাও ভাল৷ কিন্তু অনভিজ্ঞ পেসাররা কেমন ওয়ার্নার-স্মিথদের উপরে কতটা চাপ তৈরি করতে পারেন, সেটাই এখন দেখার৷

ব্রিসবেনে টস জিতে প্রথমে ব্যাট করছে অস্ট্রেলিয়া ৷ লাঞ্চ পর্যন্ত ২ উইকেট হারিয়ে ৬৫ তোলে তারা ৷ লাঞ্চের পর স্মিথকে ফিরিয়ে টেস্ট ক্রিকেটে প্রথম উইকেট তুলে নেন ওয়াশিংটন সুন্দর ৷ একটি করে উইকেট পেয়েছেন মুহাম্মাদ সিরাজ এবং শার্দুল ঠাকুরও৷

একুশে সংবাদ/ন/আ

খেলাধুলা বিভাগের আরো খবর