সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

১০ মাসে রেমিট্যান্স এলো ১৯ বিলিয়ন ডলার

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:০২ পিএম, ৬ মে, ২০২৪

চলতি অর্থ-বছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত ১০ মাসে রেকর্ড ১৯ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। আর একক মাস হিসেবে এপ্রিলে প্রবৃদ্ধি হয়েছে ২১ শতাংশের বেশি। এছাড়া গত দুই বছরের তুলনায় এবার প্রবাসী আয় অন্তত দুই বিলিয়ন ডলার বেশি এসেছে দেশে।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, নানা উদ্যোগের ফসলই রেমিট্যান্স প্রবৃদ্ধি। আর ব্যাংক খাত সংশ্লিষ্টরা বললেন, রেমিটারদের দক্ষ এবং তাদের একটু মূল্যায়ন করলে প্রবাসী আয় আরও বেশি আসবে।

চলতি ২০২৩-২৪ অর্থ বছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত ১০ মাসে ১৯ দশমিক ১১ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত ২০২২-২৩ অর্থ-বছরের একই সময়ে তারা পাঠিয়েছিলেন ১৭ দশমিক ৫৭ বিলিয়ন ডলার। এছাড়া ২০২১-২২ অর্থ বছরের পাঠিয়েছিলেন ১৭ দশমিক ৩০ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের হিসাবে ১০ মাসে প্রবাসী আয়ে প্রবৃদ্ধি হয়েছে আট দশমিক আট শতাংশ। তবে একক মাস হিসাবে গত বছরের এপ্রিল মাসের তুলনায় চলতি বছরের এপ্রিলে প্রবাসীরা ২১ দশমিক তিন শতাংশ বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন।

এপ্রিলে ২০৪ কোটি ডলারের বেশি রেমিট্যান্স  পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। টাকার অংকে যার পরিমাণ সাড়ে ২২ হাজার কোটি টাকা। এপ্রিলে দৈনিক গড়ে এসেছে ৭৪৮ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেন, রেমিটারদের উদ্বুদ্ধ করতে প্রণোদনা ছাড়াও, বিদেশে বসে দেশি ব্যাংকে হিসাব খোলা, তিন মাস রেমিট্যান্স পাঠালে প্রবাসীকে ২৪ মাসের সমপরিমাণ টাকা লোন দেয়াসহ নানা প্রোগ্রাম হাতে নেওয়া হবে।

এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল বলেন, রেমিট্যান্স যোদ্ধাদের একটু সম্মান দেয়া এবং কোন নির্ধারিত এলাকায় তাদের জন্য আবাসন সুবিধা দিলে রেমিট্যান্স আরও বাড়বে।

বাংলাদেশ জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য বলছে, ২০২৩ সালে রেকর্ড ১৩ লাখ পাঁচ হাজার ৪৫৩ জন বাংলাদেশি জীবিকার সন্ধানে অভিবাসী হয়েছেন। যা আগের বছরের চেয়ে এক লাখ ৬৯ হাজার ৫৮০ জন বেশি। এটাও রেমিট্যান্স প্রবৃদ্ধির অন্যতম কারণ।

 

একুশে সংবাদ/এ.ট.প্র/জাহা

 

অর্থ-বাণিজ্য বিভাগের আরো খবর