সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ম্যারাডোনার চিকিৎসকের বাড়িতে তল্লাশি 

একুশে সংবাদ প্রকাশিত: ১০:৪০ এএম, ৩০ নভেম্বর, ২০২০

দিয়েগো ম্যারাডোনার চিকিৎসকের বাড়ি এবং কার্যালয়ে তল্লাশি চালিয়েছে আর্জেন্টিনার পুলিশ। 

কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর জন্য কেউ দায়ী কিনা সে প্রশ্নের উত্তর খুঁজছে দেশটির পুলিশ।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, রোববার বুয়েন্স আয়ার্সে ওই চিকিৎসকের বাড়ি ও কার্যালয়ে এই তল্লাশি চালানো হয় । 

গত বুধবার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা জান কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনা। মাত্র ৬০ বছর বয়সে চিরবিদায় নেন এই ফুটবল জাদুকর।

পুলিশ জানিয়েছে, ম্যারাডোনার চিকিৎসক লিওপোলোডো লুকিউর বাড়ি এবং কার্যালয়ে তল্লাশি চালানো হয়েছে। ম্যারাডোনার চিকিৎসকায় অবহেলা ছিল কিনা- সেটাই তদন্ত করে দেখা হচ্ছে। 

মৃত্যুর আগে ম্যারাডোনাকে কী ওষুধ দেওয়া হয়েছিল তা জানতে চেয়েছেন তার মেয়ে। এতেই বোঝা যায়, ম্যারাডোনার মৃত্যুর কারণ নিশ্চিত হতে তার পরিবার আরও খোঁজখবর চাইছে। এমন পরিস্থিতিতেই তদন্ত শুরু করেছে পুলিশ। 

একুশে সংবাদ //য/এস
 

খেলাধুলা বিভাগের আরো খবর