সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

দিল্লিকে কাঁদিয়ে আইপিএলের পঞ্চম শিরোপা জিতল মুম্বাই

প্রকাশিত: ০৮:১৫ এএম, ১১ নভেম্বর, ২০২০

প্রথমবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর ফাইনালে ওঠা দিল্লি ক্যাপিটালসকে উড়িয়ে দিয়ে আইপিএলের ১৩তম আসরের শিরোপা জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স। এটি মুম্বাইয়ের টানা দ্বিতীয় জয়। আইপিএলের সব আসর মিলিয়ে এটি মুম্বাইয়ের পঞ্চম শিরোপা।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটিতে আগে ব্যাট করে অধিনায়ক শ্রেয়াস আইয়ার ও উইকেটরক্ষক রিশাভ পান্তের ফিফটির পরেও ১৫৬ রানের বেশি করতে পারেনি দিল্লি। জবাবে মাত্র ৫ উইকেট হারিয়ে ৮ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে গেছে মুম্বাই।

ফাইনালে দিল্লির করা ১৫৬ রানের জবাবে ব্যাট করতে নেমে নিজেদের ইনিংসের তৃতীয় বলেই প্রতিপক্ষ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে সোজা সীমানার বাইরে আছড়ে ফেলেন মুম্বাই অধিনায়ক। সেই প্রথম ওভারে হাঁকানো ছক্কাই ছিল মুম্বাইয়ের পুরো ব্যাটিংয়ের প্রতীকী চিত্র।

দিল্লির পক্ষে সর্বোচ্চ ৬৫ রান করেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। আর দ্বিতীয় সর্বোচ্চ রান আসে রিসাব পান্টের ব্যাট থেকে। দিল্লির ১৫৬ রানের জবাব দিতে নেমে রোহিত শর্মার ৬৮, ইসান কিষানের ৩৩ এবং ডি ককের ২০ রানের ওপর ভর করে সহজেই জয়ের বন্দরে পৌছে যায় মুম্বাই।

একুশে সংবাদ/সটি/এআরএম

খেলাধুলা বিভাগের আরো খবর