সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

চাঁদে যাওয়ার ধুম লেগেছে

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:০৬ পিএম, ১১ ফেব্রুয়ারি, ২০২১

সম্প্রতি চাঁদের মাটি-পাথর নিয়ে এলো চীন। তুরস্ক এবার চাঁদে মহাকাশযান পাঠাবে। আমিরাতও চন্দ্রাভিযানের ঘোষণা করেছে।

চাঁদের মাটিতে চীন
গতবছর নভেম্বরে চাঁদে মহাকাশযান পাঠায় চীন। চাঁদ থেকে মাটি ও পাথর আনার জন্য। চীনের অভিযান সফল হয়েছে।

অভিযানের গুরুত্ব
চীন চাঁদের যে জায়গা থেকে মাটি ও পাথর এনেছে, সেখান থেকে আগে কখনো নমুনা আনা হয়নি। দীর্ঘদিন পর চাঁদের মাটি ও পাথর পৃথিবীতে এলো। চাঁদ নিয়ে গবেষণার ক্ষেত্রে এর মূল্য অসীম।

তুরস্ক চাঁদে যাবে
তুরস্কের প্রেসিডেন্ট এর্দোয়ান ঘোষণা করেছেন, ২০২৩ সালে তারাও চন্দ্রাভিযান করবেন। চাঁদে তুরস্কের অভিযান এই প্রথম।

মহাকাশ-বন্দর
এর্দোয়ান জানিয়েছেন, তুরস্ক মহাকাশে বন্দরও তৈরি করবে। তবে সেটা হবে চাঁদে অভিযানের পরে।

এলোন মাস্কের সঙ্গে কথা
চন্দ্রাভিযান নিয়ে স্পেস এক্সের প্রধান এলোন মাস্কের সঙ্গে কথা বলেছেন এর্দোয়ান।

আন্তর্জাতিক সাহায্য নিয়ে
এর্দোয়ান জানিয়েছেন, আন্তর্জাতিক সাহায্য নিয়েই তাঁরা চন্দ্রাভিযান করবেন। তুরস্কের মহাকাশযানকে কি চাঁদে পাঠাবে স্পেস এক্সের রকেট?\

চাঁদে যাবে আমিরাতও
২০২৪ সালে চাঁদে যাওয়ার ঘোষণা করেছে আমিরাত। তারা একটি রোভার চাঁদে পাঠাবে। তার নাম রশিদ। আরব দুনিয়ায় তারাই প্রথম চন্দ্রাভিযান করবে। ছবিতে দেখা যাচ্ছে, চন্দ্রাভিযান নিয়ে আলোচনা করছেন আমিরাতের শীর্ষ কর্তারা।\

চাঁদে নারীর পা
চাঁদে এবার নারীর পা পড়বে। ২০২৪ সালে অ্যামেরিকা আবার চাঁদে মানুষ পাঠাবে। চাঁদের সাউথ পোলে নামবে তাদের মহাকাশযান। তাতে থাকবেন এক নারী মহাকাশচারী।

একুশেসংবাদ/ অমৃ

বিশেষ প্রতিবেদন বিভাগের আরো খবর