সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

দান-সদকা করা যাবে কোথায়?

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:৫৩ পিএম, ১৭ সেপ্টেম্বর, ২০২২

মসজিদ-মাদরাসার বাইরে আর কোন কোন জায়গায় সদকার টাকা দেয়া যায় অথবা খাওয়ানো যায় অথবা ব্যবহার করা যায়? এ সম্পর্কে বাইতুল আমান জামে মসজিদের খতিব মুফতি ওয়াহিদুজ্জামান ইসহাকি বলেন, দান-সদকা শুধু যে মসজিদে অথবা মাদরাসায় করা যায় তা নয়। বরং দানের আরও জায়গা আছে। গরিব, অসহায় আত্মীয়-স্বজন, প্রতিবেশী, ভিক্ষুক এবং সেবামূলক প্রতিষ্ঠানেও দেয়া যাবে।

 

তিনি আরও বলেন, দানের ক্ষেত্রে আমাদের লক্ষ্য করতে হবে আমরা কি দান করতেছি? যাকাত-ফিতরার টাকা তাকেই দেয়া যাবে, যে এই টাকা খাওয়ার উপযুক্ত। এছাড়া কাউকে দেয়া যাবে না। যেটা সাধারণ অনুদান আমরা যেটাকে সদকা বলছি, এই অনুদানগুলো আমরা অন্য যেকোনো জায়গায় দিতে পারব। সেবামূলক প্রতিষ্ঠানগুলোতে সদকা দেয়া যাবে। আর গরিব-অসহায়দেরকে দিলে এটা আরও বেশি ভালো।

একুশে সংবাদ/ সি.24/ রখ

ধর্মচিন্তা বিভাগের আরো খবর