সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

স্বামীকে ভাই বা স্ত্রীকে বোন ডাকার বিষয়ে ইসলামে যা বলা আছে

একুশে সংবাদ প্রকাশিত: ০২:৪৫ পিএম, ১৫ জুন, ২০২২
ছবি: সংগৃহীত

রাগ কিংবা ভালোবাসা যাই হোক না কেন স্বামীকে ভাই বলে সম্বোধন করা উচিত নয়। হাদিসে এ বিষয়ে পুরোপুরি নিষেধ রয়েছে। তেমনি স্ত্রীকে বোন বলেও ডাকার বিষয়ে ইসলামে সম্পুর্ণ নিষেধ রয়েছে। তবে এক্ষেত্রে বৈবাহিক সম্পর্কে কোন প্রভাব পড়বে না।

এ বিষয়ে শায়েখ আহমাদুল্লাহ বলেন, স্বামীকে ভাই বা স্ত্রীকে বোন ডাকার বিষয়ে একটি হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে। সেই হাদিসের আলোকে বলা যায়, সম্পর্ক নষ্ট হয়ে যাবে না বা তালাক হয়ে যাবে না। তবে এটি ইসলামের বিধান অনুযায়ী না ডাকাই ভাল।
 
এদিকে একই প্রশ্ন উত্তরে ড. আবুবকর মুহাম্মদ যাকারিয়া বলেন, স্বামীকে ভাই বললে সম্পর্ক হারাম হয়ে যাবেনা, তবে এটা মাকরূহ। যদি আমরা দেখি যে কেউ স্বামীকে ভাই বলে ডেকেছে তাহলে আমাদের উচিত তাকে সচেতন করা। তবে স্বামীর নাম ধরে ডাকা গেলেও ভাই বলে ডাকার কোনো বিধান ইসলামে নেই।

একুশে সংবাদ/এন.24/রখ

ধর্মচিন্তা বিভাগের আরো খবর