সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

দেশের মানুষ আ.লীগ সরকারের বিদায় দেখতে চায়: মির্জা ফখরুল

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:০১ পিএম, ২৬ নভেম্বর, ২০২২

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যেকোনো মূল্যে ঢাকায় ১০ ডিসেম্বর সমাবেশ হবে। ক্ষমতায় গেলে কুমিল্লা নামেই আলাদা বিভাগ ঘোষণা করা হবে।

 

শনিবার (২৬ নভেম্বর) বিকালে কুমিল্লায় বিএনপির গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

ফখরুল বলেন, এখন বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ সরকারের বিদায় দেখতে চায়। সময় থাকতে মানে মানে কেটে পড়ুন। না হলে এ দেশের জনগণ আপনাদের বিদায় করে দেবে।

 

তিনি বলেন, সরকার আবারও ২০১৪-১৮ সালের নির্বাচনের মতো নির্বাচন দেয়ার পাঁয়তারা করছে। তারপর পাতানো নির্বাচনে জিতে আবারও যেমন খুশি তেমন চুরি করবে।

 

আগামী নির্বাচনের বিষয়ে মির্জা ফখরুল বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এই দেশে আর কোনো নির্বাচন হবে না। আরও দুর্বার আন্দোলনের মাধ্যমে এই সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে। নতুন নির্বাচন কমিশন গঠনে বাধ্য করতে হবে।

 

এর আগে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন কুমিল্লাসহ আশপাশের জেলার নেতাকর্মীরা। পুরো শহর ছেয়ে গেছে ব্যানার-ফেস্টুনে।

 

এদিকে সমাবেশস্থল ও আশপাশের অন্তত ১ কিলোমিটার এলাকায় শুরুতে মোবাইল ইন্টারনেটে ধীরগতি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মোবাইলে ইন্টারনেট অনেকটা বন্ধ হয়ে যায়।

 

গুম, খুন ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে কুমিল্লা বিভাগীয় বিএনপি এ গণসমাবেশ আয়োজন করে।

 

একুশে সংবাদ.কম/সচ/জাহাঙ্গীর

 

রাজনীতি বিভাগের আরো খবর