সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বাংলাদেশ তৃনমূল পার্টির আলোচনা সভা

একুশে সংবাদ প্রকাশিত: ০২:৩৬ পিএম, ৩১ অক্টোবর, ২০২২
ছবি: একুশে সংবাদ

বর্তমান দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সাংবাদিকদের সাথে বিশেষ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ তৃনমূল পার্টি।

সোমবার (৩১শে অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ তৃনমূল পার্টি‍‍`র ভারপ্রাপ্ত মহাসচিব শেখ আসাদুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টির চেয়ারম্যান জুলিয়া আক্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ তৃনমূল পার্টি‍‍`র ভাইস চেয়ারম্যান মোঃ মাহফুজুর রহমান, যুগ্ন-মহাসচিব এম গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক শেখ কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ আব্দুর রশিদ, প্রচার সম্পাদক লিটন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বাংলাদেশ তৃনমূল পার্টি‍‍`র চেয়ারম্যান জুলিয়া আক্তার নাগরিকের অধিকার, ভোটাধিকার, বিদ্যুৎ, বিদেশী রিজার্ভ এর টাকার বিষয় নিয়ে কঠিন সমালোচনা করে বলেন, তৃনমূল জনগন আজ তার নাগরিক অধিকার পাচ্ছে না। দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, জনগনের ক্রয় ক্ষমতার বাইরে। দেশের জনগন স্বচ্ছ ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না।

তিনি আরও বলেন, দেশে এখন বিদ্যুৎতের খুবই সংকট। বিদ্যুৎ নিয়ে জাতি হতাশাগ্রস্থ। সরকারের আশির্বাদপুষ্ট সিন্ডিকেটকে লাভবান করার জন্য, সরকার রিজার্ভ এর টাকায় হাত দিয়েছে। সরকার সমস্ত মূল্যবান ইস্যুকে অন্যদিকে ধাবিত করার জন্য কুট কৌশল হিসেবে জাতির সামনে আর এক ইস্যু নিয়ে আসছেন দুর্ভিক্ষ নামক এক দানবকে। জাতি উল্লেখিত বিষয় সমূহের সঠিক ব্যাখ্যা চায় বলে জানান পার্টি‍‍`র চেয়ারম্যান জুলিয়া আক্তার।

এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ তৃনমূল পার্টি‍‍`র সারা বাংলাদেশ থেকে আগত নেতৃবৃন্দ ও কর্মীরা।

 

একুশে সংবাদ/রাফি/বাবু

রাজনীতি বিভাগের আরো খবর