সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বাজার ব্যবস্থাকে জিম্মি হতে দেবে না সরকার : সেতুমন্ত্রী

একুশে সংবাদ প্রকাশিত: ০২:৫৬ পিএম, ৩ এপ্রিল, ২০২১

কোনো ধরনের সিন্ডিকেটের কাছে সরকার বাজার ব্যবস্থাকে জিম্মি হতে দেবে না বলে অসৎ ব্যবসায়ীদের হুঁশিয়ার করে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শনিবার (৩ এপ্রিল) সকালে নিজের সরকারি বাসভবনে ব্রিফিংকালে এই হুঁশিয়ারি দেন তিনি।

 

ওবায়দুল কাদের বলেন, 'রমজান এলেই এক শ্রেণির ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়িয়ে দেন, যা শাস্তিযোগ্য অপরাধ। অহেতুক মূল্য বৃদ্ধি ও মজুতদারি নিয়ন্ত্রণে সরকার সতর্ক রয়েছে।' তিনি বলেন, 'ইতোমধ্যে সরকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নির্ধারণ করে দিয়েছে। বাজার অস্থির করার যে কোন অপপ্রয়াস সরকার মেনে নেবে না, কোনো ধরনের সিন্ডিকেটের কাছে সরকার বাজার ব্যবস্থাকে জিম্মি হতে দেবে না।'

করোনায় বিরাজমান পরিস্থিতিতে সরকার আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য সারা দেশে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে। তবে শিল্প কলকারখানা সর্তসাপেক্ষ চালু থাকতে পারে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আজ শনিবার সন্ধ্যার মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় বিস্তারিত জানাবেন বলেও ওবায়দুল কাদের জানান।

 

একুশে সংবাদ /এসএম

রাজনীতি বিভাগের আরো খবর