সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মমতার সভায় শিক্ষার্থীদের দেয়া হলো ‘পচা বিরিয়ানি’

একুশে সংবাদ প্রকাশিত: ১২:০৩ পিএম, ২২ ফেব্রুয়ারি, ২০২৩

মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় শিক্ষার্থীদের ‘পচা বিরিয়ানি’ খাওয়ানোর অভিযোগ উঠেছে প্রশাসনের বিরুদ্ধে। পচা বিরিয়ানি খাওয়ানোর তীব্র প্রতিবাদ করেন শিক্ষক- শিক্ষিকারা। যার জেরে তা বণ্টন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। খবর হিন্দুস্তান টাইমসের।

 

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে শিলিগুড়ি বয়েজ স্কুলে।

 

এদিন মুখ্যমন্ত্রীর ভাষা দিবসের অনুষ্ঠান ছিল। তাতে যোগদানের জন্য স্থানীয় ১২টি স্কুলের প্রায় ১০০০ শিক্ষার্থীকে শিলিগুড়ি বয়েজ স্কুলে ডাকে প্রশাসন। দুপুরে তাদের বিরিয়ানি খেতে দেয় তারা। কিন্তু প্যাকেট খুলতেই পচা গন্ধ বের হয়ে আসে।

 

পরে শিক্ষকদের বিষয়টি অবহিত করে কয়েকজন শিক্ষার্থী। পরিপ্রেক্ষিতে শিক্ষকরা পরীক্ষা করে দেখেন, এই বিরিয়ানি নষ্ট। পরে তা বণ্টন বন্ধ করা হয়। ইতোমধ্যে বিরিয়ানি ডাস্টবিনে ফেলে দেন শিক্ষার্থীরা।

 

এক শিক্ষক বলেন, ওই বিরিয়ানি খাওয়ার যোগ্য ছিল না। অনগ্রসর শ্রেণিকল্যাণ দপ্তর সেগুলো সরবরাহ করে। তবে কীভাবে এগুলো এখানে এলো তা জানি না।

 

এক শিক্ষার্থী বলেন, অনেক আগে বাসা থেকে এসেছি। এখানে দীর্ঘক্ষণ থাকতে হবে। দুপুরে খাবার দেয়া হবে। তাই তা আনিনি। কিন্তু বিরিয়ানি খেতে গিয়ে দেখি পচা। বিকট গন্ধ বের হচ্ছে। সঙ্গে সঙ্গে ফেলে দিয়েছি।

 

তবে পচা বিরিয়ানি কেন দেয়া হলো এ নিয়ে কোনও মন্তব্য করেনি প্রশাসন।

 

একুশে সংবাদ/স.ট.প্র/জাহাঙ্গীর

ওপার বাংলা বিভাগের আরো খবর