সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ওবায়দুল কাদেরকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

একুশে সংবাদ প্রকাশিত: ০১:৪০ পিএম, ২৬ নভেম্বর, ২০২২

বঙ্গবন্ধু টানেল নির্মাণে অগ্রণী ভূমিকা রাখার জন্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

শনিবার (২৬ নভেম্বর) সকালে কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দক্ষিণ টিউবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ওবায়দুল কাদেরকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

 

প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু টানেল নির্মাণে অগ্রণী ভূমিকা রাখার জন্য ওবায়দুল কাদের সবচেয়ে বেশি ধন্যবাদ পাওয়ার যোগ্য। তিনি পার্টির সেক্রেটারি হওয়ার পর আমার কাজের চাপ অনেক কমে গেছে। আমার সঙ্গে যারা কাজ করেন, তারা খুবই আন্তরিক বলেই আমরা করতে পারছি।’

 

এ সময় টানেলের জন্য যারা কাজ করেছেন তাদের সবাইকে ধন্যবাদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি চীন সরকার ও কর্মকর্তা এবং সেতু ভবনের কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান। ধন্যবাদ জানান নৌবাহিনীকেও। 

 

বঙ্গবন্ধু টানেলের গুরুত্ব তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘নদীর তলদেশ দিয়ে এ রকম একটা স্থাপনা এই অঞ্চলে এটাই প্রথম। এটা দেখার আশা ছিল আমার। এটা দেখার জন্য মনটাই পড়ে আছে চট্টগ্রামে। এই টানেল শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করবে না। গুরুত্ব বাড়াবে চট্টগ্রামের, গতিশীল হবে দেশের অর্থনীতি। ’

 

তিনি বলেন, ‘একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, কোনো রিজার্ভ ছিল না। খাদ্য ছিল না। রেল-ব্রিজ-সেতু সবই বিধ্বস্ত ছিল। যোগাযোগ ব্যবস্থা বিধ্বস্ত ছিল। সেই ধ্বস্তুপের ওপর দাঁড়িয়ে জাতির পিতা দেশকে এগিয়ে নেন। ’

 

বঙ্গবন্ধু কন্যা বলেন, ‘স্বাধীনতা ও জাতির পিতাকে হত্যাকারীদের ক্ষমতায় বসানোতে দেশের অগ্রগতি থেমে যায়। তাদের কাজই ছিল জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া, স্বাধীনতার ইতিহাস বিকৃতি, জাতির পিতার ভাষণ নিষিদ্ধ করা।  মুক্তিযোদ্ধারা পরিচয় দিতেই ভয় পেত- এমন একটা অবস্থা সৃষ্টি করা হয়েছিল। ’

 

একুশে সংবাদ.কম/নট/জাহাঙ্গীর

জাতীয় বিভাগের আরো খবর