সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

রাজধানীর পল্লবীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার

একুশে সংবাদ প্রকাশিত: ১২:৫৮ পিএম, ২৯ জুলাই, ২০২২
প্রতীকী ছবি

 

রাজধানীর পল্লবীর কালশীর কুর্মিটোলা বিহারি ক্যাম্পের সামনের সড়ক থেকে আবদুল লতিফ হাওলাদার (৬০) নামে এক ব্যাক্তির গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

 

শুক্রবার (২৯ জুলাই) পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম লতিফের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, আবদুল লতিফ হাওলাদার পেশায় অটোরিকশাচালক। মিরপুর-১২ নম্বরের ট–ব্লক এলাকার একটি বস্তিতে থাকতেন তিনি। বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে আবদুল লতিফ বাসা থেকে বের হন।  ধারণা করা হচ্ছে অটোরিকশাটি ছিনতাই করার জন্যই হয়তো লতিফকে গলা কেটে খুন করা হতে পারে।

 

তিনি আরও বলেন, আমরা বিষয়টি বিস্তারিত জানার চেষ্টা করছি। আব্দুল লতিফ যেখান থেকে বের হয়েছিলেন, ঠিক সেখান থেকে আমরা সিসি ক্যামেরার ফুটেজ দেখা শুরু করেছি। ঘটনাস্থল পর্যন্ত আমরা ফুটেজ দেখতে দেখতে যাব।’ তাঁর অটোরিকশাটিও খোয়া গেছ

 

জানা যায়, তিনি প্রতিদিন রাত ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে তার বাসা থেকে অটোরিকশা নিয়ে বের হতেন। রাজধানীর কারওয়ান বাজার থেকে বিভিন্ন ব্যবসায়ীর কাঁচামাল পরিবহণ করতেন। প্রতিদিন গভীর রাত থেকে সকাল পর্যন্ত তিনি অটোরিকশাটি চালাতেন। তারপর বাসায় গিয়ে বিশ্রাম করতেন।

 

একুশে সংবাদ.কম/এ.ট.জা.হা

 

জাতীয় বিভাগের আরো খবর