সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মাদকবিরোধী অভিযান গ্রেপ্তার ৬৫

একুশে সংবাদ প্রকাশিত: ১১:৫১ এএম, ২৭ জুলাই, ২০২২

 

রাজধানীতে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করার পরও কমছে মাদক কারবারিদের তৎপরতা। গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৬৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

 

বুধবার (২৭ জুলাই) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে জানায়, মঙ্গলবার সকাল ছয়টা থেকে বুধবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল, ইনজেকশন, গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

 

ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানায়, অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে ৩ হাজার ৪০০ পিস ইয়াবা, ১৩ কেজি ৮২০ গ্রাম গাঁজা, ৩৫ গ্রাম হেরোইন, আট বোতল ফেন্সিডিল ও ১০টি ইনজেকশন উদ্ধার করা হয়।

 

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫০টি মামলা করা হয়েছে।

 

 

একুশে সংবাদ.কম/জা.হা

জাতীয় বিভাগের আরো খবর