সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

কোটচাঁদপুরে শোবার ঘর থেকে এনজিও কর্মকর্তার মরদেহ উদ্ধার

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:৪৪ পিএম, ৬ মে, ২০২৪

ঝিনাইদহের কোটচাঁদপুরে এনজিও কর্মকর্তার শোবার ঘরের দরজা ভেঙ্গে মরদেহ উদ্ধার করেছেন, ফায়ার সার্ভিস কর্মীরা। সোমবার ৬ মে সকালে ওই কর্মকর্তার মরদেহ উদ্ধার করে তারা। তিনি ওয়েব ফাউন্ডেশনের স্থানীয় শাখার ম্যানেজার ছিলেন বলে জানিয়েছেন সহকর্মী জামাল উদ্দিন।

জানা যায়, সাইদুর রহমান, বয়স (৫৫) বছর। তিনি ওয়েভ ফাউন্ডেশনের কোটচাঁদপুর শাখার ম‍্যানেজার ছিলেন। প্রতিদিনের মত অফিসের কাজ শেষ করে রবিবার ৫ মে রাতে অফিসসংলগ্ন শোবার ঘরে যান তিনি। পরের দিন সকালে অফিসের সবাই এসে ওই ঘরের দরজা বন্ধ দেখতে পান।

এরপর তারা অনেক বার ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস অফিসে ফোন করেন। ফায়ার সার্ভিস কর্মীরা এসে শোবার ঘরের দরজা ভেঙ্গে ওই কর্মকর্তার মৃত দেহ উদ্ধার করেন। পরে তাঁর স্বজনদের আবদনের পেক্ষিতে পুলিশ ময়না তদন্ত ছাড়াই মরদেহ ছেড়ে দেন।

সহকর্মী জামাল উদ্দিন বলেন, এক বছর হল এ অফিসে যোগদান করেন সাইদুর রহমান স্যার। আমার জানা মতে তিনি শ্বাসকষ্টের রোগী ছিলেন। 
তিনি বলেন, প্রতিদিনের মত তিনি অফিসের কাজ শেষ করে শোবার ঘরে ঢোকেন। সকালে বের হয়ে অফিস করেন। 
তবে রবিবার রাতে তিনি ভাল মানুষ জীবিত ঢুকলেও সোমবার বের হলেন লাশ হয়ে। স্ট্রোক জনিত কারণে ওই কর্মকর্তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সহকর্মী ও তাঁর স্বজনরা। 
সাইদুর রহমান ছিলেন কোটচাঁদপুর ওয়েব ফাউন্ডেশনের ম্যানেজার। তিনি ছিলেন চুয়াডাঙ্গার দর্শনা বাজার মৃত ওমর আলীর ছেলে। 
কোটচাঁদপুর থানার ডিউটিরত উপপরিদর্শক মাহমুদা খাতুন বলেন, খবর পেয়ে থানার এস আই রমজান হোসেন ঘটনাস্থলে গিয়ে ছিল। এরপর মৃতের আত্মীয়স্বজনরা থানায় এসে লিখিত দেন।

একুশে সংবাদ/ এসএডি

 

সারাবাংলা বিভাগের আরো খবর