সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মেজাজ হারানোর দিনে সাকিবের নতুন কীর্তি

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:০৬ পিএম, ৬ মে, ২০২৪

ডিপিএলে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আর সেখানেই নতুন কীর্তি গড়েছেন টাইগারদের সাবেক এই অধিনায়ক। লিস্ট ‘এ’ ক্রিকেটে আব্দুর রাজ্জাক ও মাশরাফী বিন মোর্ত্তজার পর তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে ৪০০ উইকেটের ক্লাবে প্রবেশ করেছেন সাকিব। সোমবার ডিপিএলে প্রাইম ব্যাংকের বিপক্ষে খেলতে নেমে এই কীর্তি গড়েন তিনি।

ফতুল্লায় প্রাইম ব্যাংকের ব্যাটার জাকির হাসানকে সাজঘরে ফিরিয়ে নিজের ৪০০ উইকেট পূর্ণ করেন শেখ জামালের সাকিব। এদিন তার মাইলফলকের ম্যাচে সবকটি উইকেট হারিয়ে ২৭০ রানে থেমেছে প্রাইম ব্যাংক। এখন তাদের দেওয়া লক্ষ্য তাড়া করছে নুরুল হাসানের দল।

সবার আগে এই মাইলফলক স্পর্শ করেছিলেন আব্দুর রাজ্জাক। লিস্ট ‍‍`এ‍‍` ক্রিকেটে ৪০০ উইকেট স্পর্শ করতে তার লেগেছিল ২৬৯ ম্যাচ। এছাড়া মাশরাফীর লেগেছিল ২৮৭ ম্যাচ।

তবে ম্যাচের হিসেবে সময়টা একটু বেশি লেগেছে সাকিবের। ৪০০ উইকেটের ক্লাবে নাম লেখাতে তিনি খেলেছেন ৩০৮ ম্যাচ।

 

 

একুশে সংবাদ/এস কে  

খেলাধুলা বিভাগের আরো খবর