সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ডেঙ্গু আক্রান্ত ৩৫ জনের মধ্যে ৩৪ জনই ঢাকার

একুশে সংবাদ প্রকাশিত: ০৭:২৪ পিএম, ২২ জুলাই, ২০২২

 

ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে ডেঙ্গু রোগে আক্রান্ত ২৭৬ জন হাসপাতালে ভর্তি আছেন।

 

শুক্রবার (২২ জুলাই) সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন আক্রান্তদের একজন বাদে ৩৪ জনই ঢাকার বাসিন্দা। নতুন ৩৫ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭৬ জনে।

 

তাদের মধ্যে ২১৫ জনই ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। আর ঢাকার বাইরে রয়েছেন সর্বমোট ৬১ জন রোগী।

 

একুশে সংবাদ.কম/এ.ট.জা.হা

জাতীয় বিভাগের আরো খবর