সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

পদ্মা সেতুতে সর্বোচ্চ টোল ৬০০০ টাকা, সর্বনিম্ন ১০০ টাকা

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:১২ পিএম, ১৭ মে, ২০২২

পদ্মা সেতু দিয়ে  চলাচলকৃত যানবাহনের টোল নির্ধারণ করেছে সরকার। মঙ্গলবার (১৭ মে) সেতু বিভাগের এক প্রজ্ঞাপনে এ টোল হার নির্ধারণ করা হয়।

 

সরকার নির্ধারিত টোল অনুযায়ী পদ্মা সেতু পার টোল দিতে হবে :-

ছোট বাস (৩১ আসন) এক হাজার ৪০০ টাকা, মাঝারি বাস (৩২ আসন বা এর বেশি) দুই হাজার টাকা, বড় বাস (থ্রি-এক্সেল) দুই হাজার ৪০০ টাকা, মোটরসাইকেল ১০০ টাকা, কার ও জিপ ৭৫০ টাকা, পিকআপ এক হাজার ২০০ টাকা, মাইক্রোবাস এক হাজার ৩০০ টাকা।

 

তাছাড়া ছোট ট্রাক (পাঁচ টন পর্যন্ত) এক হাজার ৬০০ টাকা, মাঝারি ট্রাক (পাঁচ টনের বেশি ও সর্বোচ্চ আট টন পর্যন্ত) দুই হাজার ১০০ টাকা, মাঝারি ট্রাক (আট টনের বেশি ও সর্বোচ্চ ১১ টন) দুই হাজার ৮০০ টাকা, বড় ট্রাক (থ্রি-এক্সেল) পাঁচ হাজার ৫০০ টাকা, ট্রেইলার (ফোর-এক্সেল পর্যন্ত) ছয় হাজার টাকা, ট্রেইলার (ফোর-এক্সেলের অধিক) ছয় হাজারের সঙ্গে প্রতি এক্সেলের জন্য এক হাজার ৫০০ টাকা যুক্ত হবে।

 

একুশে সংবাদকম/জ.ন.জা.হা

জাতীয় বিভাগের আরো খবর