সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির মুক্ত আলোচনা অনুষ্ঠিত

একুশে সংবাদ প্রকাশিত: ০৩:০২ পিএম, ২৪ সেপ্টেম্বর, ২০২১

বকেয়া বেতন ভাতাসহ ২০১৩ সালের ২৪ মে স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ  ভূমি অফিসার্স কল্যাণ সমিতির আয়োজনে ‘মুক্ত আলোচনা সভা-২০২১’ অনুষ্ঠিত হয়েছে।

আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী কনফারেন্স হলে আব্দুল হাকিমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, মাঠ প্রশাসনে ভূমি ব্যবস্থাপনায় আমুর পরিবর্তন, ভূমি সহকারি ও উপ-সহকারি কর্মকর্তাদের প্রাণের দাবি নিয়োগ বিধি সংশোধন, প্রনয়ন ও গেজেট প্রকাশসহ ডিজিটাল ভূমি সেবা জনগণের দৌড়গোড়ায় পৌাছানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীকে ধন্যবাদ জানান।

বক্তারা আরো বলেন, প্রধানমন্ত্রীর অনুমোদিত গেজেটেড বেতনক্রম বাস্তবায়নের স্থগিতাদেশ প্রত্যাহারসহ বকেয়া বেতন-ভাতা প্রদানেরও জোর দাবি করেন।

মুক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ভূমি কল্যাণ সমিতির সভাপতি শফিকুল ইসলাম সিরাজী, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি মো. আব্দুল হাকিম (সিরাজগঞ্জ), আলহাজ্ব মো. রেজাউল রহমান, আবুল কালাম আজাদ বাচ্চু, মো. নরশাদ আলী প্রমূখ।

 

একুশে সংবাদ/আ

জাতীয় বিভাগের আরো খবর