সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সকালেই এল ১২২জনের মৃত্যুর খবর

একুশে সংবাদ প্রকাশিত: ১২:১১ পিএম, ২২ জুলাই, ২০২১

দেশে মহামারি করোনায় মৃত্যু যেন থামছেই না। প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে সারাদেশে শতাধিক মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ ১১ জেলায় মৃতের সংখ্যা এখন পর্যন্ত ১২২ জন। 

নিচে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জেলার করোনার চিত্র (বিভাগওয়ারি) তুলে ধরা হলো- 

রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও করোনা উপসর্গে ২২ জনের মৃত্যু হয়েছে।

ফরিদপুর: ফরিদপুরে করোনা ও উপসর্গে ১৯জনের মৃত্যু হয়েছে।

বগুড়া: বগুড়ায় করোনা এবং করোনা উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু।

খুলনা: খুলনায় ৪ হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। 

কুষ্টিয়া: কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় করোনা ও উপসর্গে নিয়ে ৮ জন রোগীর মৃত্যু হয়েছে।

সাতক্ষীরা: সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে।

বরিশাল: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ২৪ ঘণ্টায় মারা গেছে ১০ জন।

ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে

দিনাজপুর: দিনাজপুরের ২৪ ঘণ্টায় করোনা ও করোনা উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে।

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে করোনায় গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু।


একুশে সংবাদ/স.টি/বর্না

জাতীয় বিভাগের আরো খবর