সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মে দিবস

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:৩২ পিএম, ১ মে, ২০২৩

পহেলা মে দিবস;

বসন্তের কুহু তানে মন ভুলানো ক্ষণ ছিল?

না; কারণ?

সেই দিন ছিল শ্রমিকের উপর জুলুম নির্যাতন নিধনের ক্ষণ।

অমানুষিক পরিশ্রম রুখে দিতে গর্জে উঠে শত শত শ্রমিক;

দাবি ছিল অতি নগণ্য;

ষোল ঘণ্টা লয় দৈনিক আট ঘণ্টা চাই।

খল মালিক দাবির কাছে করেনি শির নত;

ষোল ঘণ্টার বেড়াজাল লন্ডভন্ড করতে;

হাজার হাজার শ্রমিকের অগ্নি ঝরা প্রতিবাদী কণ্ঠে, রাজ পথ থরে থরে কম্পিত !

চোষকের প্ররোচনায় পুলিশ নিরস্ত্র শ্রমিকের মিছিলে,

এলোপাতাড়ি বুলেটের আঘাতে সোনার দেহ ক্ষত-বিক্ষত।

শ্রমিকের বক্ষের তাজা রক্তে শিকা গোর রাজ পথ রঞ্জিত;

তা দর্শনে শ্রমিক কি ডরে আন্দোলন স্তব্ধ করেছে ?

না!

বরং রক্তের বদলা নিতে অগ্নি ঝরা আন্দোলন তীব্র থেকে তীব্রতার রূপ ছড়িয়ে পড়ে আকাশে বাতাসে;

অপশক্তির জন্মদাতা ধীরে ধীরে ক্ষয়, শ্রমিকের দাবি (বিশ্বের) মানচিত্রে আসন পেয়েছে দীর্ঘ অপেক্ষায়।

 

একুশে সংবাদ.কম/বি.এস

সাহিত্য বিভাগের আরো খবর