সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

"রাঙা ভোরে।"

একুশে সংবাদ প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ২৮ সেপ্টেম্বর, ২০২২

সূর্য ওঠা রাঙা ভোরে

গুঞ্জে পাখি মধুর সুরে

মেঘেরা ও উঠলো জেগে

আলসের আড়মোরা ভেঙ্গে।

 

বৃষ্টি শেষে রাঙা ভোর

দেখতে বেশ লাগে মোর

মাঠের পরে ঘাসগুলো

বৃষ্টিস্নানে সজীব হলো।

 

তান ধরেছে ছোট্ট খুকী

মন হয়েছে খুব আবেগী

ভোরের স্নিগ্ধ নরম হাওয়া

ভাসিয়ে নিচ্ছে খুকীর গাওয়া।

 

পুষ্পরাজি উঠল ফুটে

বাগিচার ঐ কোণে কোণে

সৌরভেতে মাতলো ভুবন

ঘ্রানের লোভে ছোটে যে মন।

 

মৌমাছিরা আসলো মেতে

পুষ্পরাজির উপরে

ইচ্ছে মতো মধু পানে

ব্যস্ত তারা মন ভরে।

 

নদীর ঘাটে যাচ্ছে মাঝি

ছাড়তে হবে যে নাও

ওপারেতে চাইলে যেতে

জলদি  তোমরা ছুটে যাও।

 

একুশে সংবাদ.কম/এ.হ.জা.হা

সাহিত্য বিভাগের আরো খবর