সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বইমেলায় আসছে অরণ্যকের ‍‍`জামা খোলো বিদুষী রাত‍‍`

একুশে সংবাদ প্রকাশিত: ১১:২৯ এএম, ২৩ মার্চ, ২০২১

এবারের বইমেলায় প্রকাশিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী কবি সন্ন্যাসী আরণ্যকের ( সাদ্দাম হোসেন) নতুন কবিতার বই ‘জামা খোলো বিদুষী রাত’।

সন্ন্যাসী আরণ্যকের কবিতা সম্পর্কে কবি ও প্রাবন্ধিক রাহেল রাজিব বলেন,“ সন্ন্যাসী আরণ্যক- মৰ্বিডটির কবি। বৈশ্বিক নাগরিকবােধে অভিনব কিন্তু আদিতম এবং সেটা শব্দে আবিষ্কার- দারুণ, কখনাে কখনাে প্রায় দুরূহ। ভুলে ভরা গতানুগতিক শব্দ ছন্দের মারপ্যাঁচে তিনি নেই— তবে এ কাব্যের বিষয়ের স্ট্রোক দীক্ষিত পাঠককে আক্রমণ করবে, আক্রান্তও করে ফেলতে পারে; তিনি বিষন্নতার বিপরীতে উল্লাসের পথরেখা সমান্তরাল রেখে শব্দয়ন-চয়ন প্রকৌশলে নান্দনিকতা নিশ্চিত করতে পেরেছেন। ‘জামা খােলাে বিদুষী রাত’— এর আহ্বানে খুলে যাক পাঠকের প্রযুক্ত পাঠ-জেটল্যাগ। হ্যাংওভার হােক চিন্তার-বিশ্বাসের কিংবা বিশ্বাসঘাতকতারও।”

বইটির কবি সন্ন্যাসী আরণ্যক ( সাদ্দাম হোসেন)বলেন, “কবিতার যে ধারা চলে আসছে, তার থেকে বের হয়ে নতুন কিছু করতে চেয়েছি। আঙ্গিক, শব্দচয়ন ও বয়ানে ব্যাপক পরিবর্তন এনেছি— সচেতন পাঠক বইটি খুললেই বুঝতে পারবেন। বইটা দুইটা পর্বে বিভক্ত—প্রথম পর্বের কবিতায় আমি যা কিছু নতুন করতে চেয়েছি তার স্বাক্ষর আর দ্বিতীয় পর্বে কবিতায় হৃদয়ঙ্গমতার উপর, কাব্যরস সৃষ্টির উপর তথা আবেদন সৃষ্টির উপর জোর দিয়েছি। আর সেটাও নিজেস্ব শৈলীতে। সাধারণ পাঠক দ্বিতীয় পর্বটা দারুণভাবে উপভোগ করতে পারবেন। আর যারা নতুন কিছুর খোঁজে উন্মুখ তাঁদের জন্য এক নতুন দুনিয়া অপেক্ষা করছে ‘জাগলার’ পর্বে।”

উল্লেখ্য,‘জামা খোলা বিদুষী  রাত’ তাঁর দ্বিতীয় প্রকাশিত বই। এবং প্রথম বই ‘ইভা ব্রাউন ’ যা প্রকাশকাল ২০২০ সালে একই প্রকাশনি থেকে প্রকাশ হয়েছিলো।বই মেলায় কবি মানস’ নামক প্রকাশনার ৪০২ নং স্টলে উক্ত বই দুইটি পাওয়া যাবে।

একুশে সংবাদ/ই/আ

সাহিত্য বিভাগের আরো খবর