সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ওয়াসার এমডির নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করা রিটের আদেশ মঙ্গলবার

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:৪০ পিএম, ৫ ডিসেম্বর, ২০২২

ওয়াসার এমডি তাকসিম এ খানের নিয়োগের জালিয়াতি তদন্ত চেয়ে করা রিটের বিষয়ে মঙ্গলবার (৬ ডিসেম্বর) আদেশ দেবে হাইকোর্ট।

 

সোমবার (৫ ডিসেম্বর) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের দ্বৈত বেঞ্চ আদেশের দিন ঠিক করে।

 

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। ওয়াসার পক্ষে ছিলেন ব্যারিস্টার এ এম মাছুম।

 

গতকাল রোববার তাকসিম এ খানের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

 

রিট দায়েরের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ওয়াসার এমডি গত ১৩ বছর ধরে একই পদে বহাল আছেন। ২০০৯ সাল থেকে তিনি এখানে আছেন। এই সময়ে পানির দাম ৬ টাকা থেকে ১৫ টাকা (ইউনিট প্রতি) হয়েছে। তার বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ বিভিন্ন পত্রিকায় উঠে এসেছে। তারপরও তিনি বহাল তবিয়তে আছেন।

 

তিনি বলেন,নিয়োগবিধির শর্তপূরন না করেই তিনি এমডি হয়েছেন। এমডি পদে নিয়োগ পেতে যে অভিজ্ঞতার প্রয়োজন, সেটিও তাকসিম এ খানের ছিলো না। এরপরও তাকসিম এ খান কয়েকদফা পূনর্নিয়োগ পান।

 

তবে তাকসিম এ খানের আইনজীবী বলেন, নিয়োগবিধি মেনেই নিয়োগ পেয়েছেন তাকসিম এ খান। তিনি দাবি করেন, তাকসিম এ খান দায়িত্ব নেয়ার,  লাভের পরিমাণ বেড়েছে ওয়াসার। রবিবার রিট আবেদনটি করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

 

একুশে সংবাদ.কম/ঢপ/জাহাঙ্গীর

আইন আদালত বিভাগের আরো খবর