সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আপিল বিভাগে নতুন ২ বেঞ্চ গঠন

একুশে সংবাদ প্রকাশিত: ১২:২৩ পিএম, ৪ মে, ২০২৪

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারকাজ পরিচালনার জন্য নতুন বেঞ্চ গঠন করা হয়েছে। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নির্দেশে শনিবার ৪ মে-২০২৪ এই বেঞ্চ গঠন করা হয়। রোববার ৫ মে থেকে আপিল বিভাগের এই দুই বেঞ্চে বিচারকাজ চলবে।

আপিল বিভাগের এক নম্বর বেঞ্চের নেতৃত্বে রয়েছেন প্রধান বিচারপতি নিজে। এই বেঞ্চের অপর সদস্যরা হলেন- বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি কাশেফা হোসেন। আরেকটি বেঞ্চের নেতৃত্বে থাকবেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম ইনায়েতুর রহিম। অপর সদস্যরা হলেন- বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী, বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মো. শাহিনুর ইসলাম।

শনিবার ৪ মে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপিল বিভাগের দুটি বেঞ্চে রোববারের কার্যতালিকা প্রকাশ করা হয়েছে।


একুশে সংবাদ/ দৈ. সম./ এসএডি

আইন আদালত বিভাগের আরো খবর