সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বেশকিছু আন্তর্জাতিক নিউজ ওয়েবসাইট হঠাৎ স্তব্ধ দেখাচ্ছে Error 503

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:২৬ পিএম, ৮ জুন, ২০২১

বিশ্বজুড়ে হঠাৎ স্তব্ধ বহু আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নিউজ ওয়েবসাইটগুলোর কয়েকটি ওয়েবসাইট। আজ মঙ্গলবার বিকাল ৪টা ৫০ মিনিটে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েবসাইটগুলো খুলতে গেলেই হোমপেজ খোলার পরিবর্তে দেখানো হচ্ছে Error 503 মেসেজ ।

এই তালিকায় রয়েছে নিউইয়র্ক টাইমস, বিবিসি নিউজ, ফিনান্সিয়াল টাইমস, দ্যা গার্ডিয়ান-এর মত সারা বিশ্বে জনপ্রিয় আন্তর্জাতিক কয়েকটি ওয়েবসাইট। 503 সার্ভিস অ্যাভেলেবেল মেসেজটির অর্থ হচ্ছে সংশ্লিষ্ট ওয়েবসাইটের সার্ভারটি গ্রাহকের পছন্দ অনুযায়ী পাতাটা খুলতে অক্ষম সে।

সাধারণত যান্ত্রিক কারণেই সার্ভারের এই ধরনের সমস্যা হয়ে থাকে বলে জানা যায়। যদিও এক্ষেত্রে ঠিক কী কারণে একাধিক ওয়েবসাইটেরই পাতাই খুলছে না তা এখন স্পষ্ট নয়। হ্যাকাররা ঘটনায় জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যায়। সূত্র: নিউজ এইট্টিন, আনন্দবাজার,  বিবিসি বাংলা

একুশে সংবাদ/রাফি

আন্তর্জাতিক বিভাগের আরো খবর