সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ভারতের আকাশ ব্যবহারের অনুমতি পেয়ে ইমরানের স্বস্তি

একুশে সংবাদ প্রকাশিত: ০১:২০ পিএম, ২৩ ফেব্রুয়ারি, ২০২১

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিমানকে ভারতীয় আকাশসীমায় প্রবেশের অনুমতি দিল ভারত। আজ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজপক্ষের আমন্ত্রণে দু’দিনের জন্য শ্রীলঙ্কা যাচ্ছেন ইমরান। কিন্তু দ্বীপরাষ্ট্রটিতে যাওয়ার পথ গিয়েছে ভারতীয় আকাশসীমার মধ্যে দিয়ে। 

তাই পাক প্রধানমন্ত্রীর বিমানকে পথ করে দেওয়ার আবেদন জানিয়ে নয়াদিল্লির সঙ্গে যোগাযোগ করে ইসলামাবাদ। আর সৌজন্য দেখিয়ে সেই আবেদন মেনে নিয়েছে ভারত। এদিকে, ভারতের অনুমতি যদি না মিলত, তা হলে বাধ্য হয়ে শ্রীলঙ্কার বিমানে করে সেদেশে যেতে হত ইমরানকে। আর যে কোনও রাষ্ট্রপ্রধানের কাছে এমন ঘটনা রীতিমতো বিব্রতকর। 

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজপক্ষের আমন্ত্রণে শ্রীলঙ্কা যাচ্ছেন ইমরান। কিন্তু সফর শুরুর আগেই কূটনৈতিক মঞ্চে বড় ধাক্কা খেয়েছেন পাক প্রধানমন্ত্রী। এবং সেটা এসেছিল আপ্যায়নকারী দেশটি থেকেই। সূচী মতো ২৪ ফেব্রুয়ারি দ্বীপরাষ্ট্রটির সংসদে বক্তৃতা দেওয়ার কথা ছিল তার। কিন্তু, শ্রীলঙ্কা পার্লামেন্টের স্পিকার মাহিন্দা অভয়বর্ধন জানান, বিশেষ কারণে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পার্লামেন্টে বক্তৃতা বাতিল করা হয়েছে। 

একুশেসংবাদ/অমৃ

আন্তর্জাতিক বিভাগের আরো খবর