সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আগামী সপ্তাহে রাশিয়াজুড়ে টিকাদান শুরু

একুশে সংবাদ প্রকাশিত: ১০:৩৫ এএম, ৩ ডিসেম্বর, ২০২০

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বড় পরিসরে করোনার টিকা প্রয়োগ শুরুর নির্দেশনা দিয়েছেন।আগামী সপ্তাহের মধ্যেই রাশিয়াজুড়ে এ টিকা দেয়া হবে।

একই সঙ্গে তিনি বলেছেন, স্পুটনিক ভি টিকা প্রয়োগের ক্ষেত্রে চিকিৎসক ও শিক্ষকদের অগ্রাধিকার দেওয়া হবে।

স্থানীয় সময় বুধবার মন্ত্রীদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে প্রেসিডেন্ট  এই নির্দেশনা দেন। খবর রয়টার্সের।

ওই বৈঠকে পুতিন বলেন, আগামী কয়েক দিনের মধ্যেই আমরা ২০ লাখ টিকা সরবরাহ করব। উপপ্রধানমন্ত্রী তাতিয়ানা গোলিকোভাকে তিনি বলেন, আগামী সপ্তাহে আমাকে প্রতিবেদন দেওয়ার দরকার নেই, আপনি বড় পরিসরে টিকাদান শুরু করুন। আসুন বিষয়টির সঙ্গে একমত হই। কাজ শুরু করতে হবে।

করোনাভাইরাসের টিকা উদ্ভাবন নিয়ে বিশ্বজুড়ে তীব্র প্রতিযোগিতার মধ্যে গত ১১ আগস্ট বিশ্বের প্রথম টিকা হিসেবে ‘স্পুটনিক ভি’ অনুমোদনের ঘোষণা দেয় রাশিয়া। 

একুশে সংবাদ /স/এস

আন্তর্জাতিক বিভাগের আরো খবর