সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

লন্ডনে তলোয়ার দিয়ে হামলায় আহত ৫, গ্রেপ্তার ১

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:১৭ পিএম, ৩০ এপ্রিল, ২০২৪

উত্তর-পূর্ব লন্ডনের হেইনল্টে মঙ্গলবার ৩০ এপ্রিল এক ব্যক্তি তলোয়ার হাতে নিয়ে হামলা চালায়। এতে ৫ জন আহত হয়েছে। হামলাকারীকে গ্রেপ্তার করে পুলিশ। ওই ব্যক্তি তলোয়ার হাতে পথচারী ও পুলিশের ওপর আক্রমণ করেছিল।

লন্ডন মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বলা হয়, “পূর্ব লন্ডনের হেইনল্টে একটি গুরুতর ঘটনা ঘটায় পুলিশ এবং অন্যান্য জরুরি পরিষেবাগুলো সেখানে রয়েছে। সেখান থেকে তলোয়ারসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

“আমাদের সকাল ৭টার কিছু আগে ফোন করে বলা হয়, একটি গাড়ি থর্লো গার্ডেন্স এলাকায় একটি বাড়ির ভেতর প্রবেশ করেছে। সেখানে লোকজনকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করার খবরও দেওয়া হয়।”

পরে পুলিশ ঘটনাস্থল থেকে ৩৬ বছর বয়সের এক ব্যক্তিকে গ্রেপ্তারের কথা জানায় বলে জানিয়েছে বিবিসি। পুলিশ প্রাথমিকভাবে এটি কোনো সন্ত্রাসী হামলা নয় বলেই ধারণা করছে।

লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে ঘটনাস্থলে পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা জানানো হয়েছে।

হামলাকারী একাই এ হামলা চালিয়েছেন এবং তার সঙ্গে আর কেউ নেই বলে জানিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান।

একুশে সংবাদ/বি.ডি/ এসএডি

 

আন্তর্জাতিক বিভাগের আরো খবর