সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বিতর্কের মাঝেও দ্য কেরালা স্টোরির আয় ছাড়াল ২০০ কোটি

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:২৯ পিএম, ২৪ মে, ২০২৩

নানা বিতর্কের মধ্যে দিয়ে গত ৫ মে হিন্দি, তামিল, তেলেগু ও মালয়ালাম ভাষায় মুক্তি পেয়েছে ‘দ্য কেরালা স্টোরি’। বাঙালি নির্মাতা সুদীপ্ত সেন পরিচালিত এই সিনেমাটি ‘ধর্মীয় উস্কানি’র অভিযোগে নিষিদ্ধের দাবিও উঠেছিল। তবে সবকিছু পেরিয়ে বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করে চলেছে সিনেমাটি।

 

গত ১৮ দিনে সিনেমাটি ২০০ কোটি রুপির বেশি আয় করেছে। ভারতীয় বিনোদনভিত্তিক ওয়েবপোর্টাল স্যাকনিল্কের এক প্রতিবেদন অনুয়ায়ী সোমবার (২২ মে) পর্যন্ত সিনেমা ২০৩ কোটি ৪৭ লাখ রুপি আয় করেছে।

আলোচনা-বিতর্ক সব কিছুর মধ্যে বক্স অফিসে বেশ ভালই পারফর্ম করছে ‘দ্য কেরালা স্টোরি’।

 

এদিকে ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, জোর করে কেরালার হিন্দি ও খ্রিস্টান মেয়েদের ইসলামে ধর্মান্তকরণ এবং আইসিসে যোগদান করানোর প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমাটি। বলা হচ্ছে, ২০১৬ সালে উত্তর কেরালার ২১ জন মেয়ের গায়েব হওয়ার বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে ‘দ্য কেরালা স্টোরি’র গল্প সাজিয়েছেন পরিচালক সুদীপ্ত সেন।

 

এই সিনেমার ট্রেইলারে তথ্যগত ভুলভ্রান্তি রয়েছে দাবি, কেরালার একাধিক রাজনৈতিক দলের। কেরালা কীভাবে সন্ত্রাসবাদীদের ‘সেফ হেভেন’ হয়ে উঠেছে তা উঠে এসেছে এই সিনেমায়। যা ঘিরেই বিতর্ক।

 

 একুশে সংবাদ.কম/চ.ট/বিএস

বিনোদন বিভাগের আরো খবর