সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আসুন, মুক্ত করি জয়: মিম

একুশে সংবাদ প্রকাশিত: ০১:০১ পিএম, ১৬ ডিসেম্বর, ২০২২

আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। ১৯৭১ সালে আজকের এই দিনে জয় পেয়েছিল বাঙালি জাতি। সেই জয় অর্জনের দেখতে দেখতে ৫১ বছর হলো। মহান বিজয় দিবসে বাঙালিরা মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে থাকেন। সেই ধারাবাহিকতায় বিজয় দিবসে সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।

 

শুক্রবার (১৬ ডিসেম্বর) ফেসবুক ভেরিফাইড পেজে এক স্ট্যাটাসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে লেখেন, ‘দেখতে দেখতে ৭১ এর ৫১ হয়ে গেল। বিজয়ের ৫১, বাংলাদেশের ৫১।

 

‘এক অন্য ধরনের গৌরবগাঁথা লিখা হয়েছিল আমাদের বীর যোদ্ধাদের হাত ধরে। আমরা পেলাম বিজয়, দেশ হলো মুক্ত। অথচ সেই বিজয়কেই আমরা মুক্ত হতে দিয়েছি কই? বরং বন্দী করে রেখেছি।’



তিনি লেখেন, ‘আসুন, মুক্ত করি জয়। আমাদের জীবনে আবারও ফিরে আসুক বিজয়। বিজয় আসুক আমাদের ভাবনায়, ভালোবাসায়, বিজয় আসুক উদারতায়, সমতায়, অধিকারে, মানব আর দেশপ্রেমে। আসুন দেশটাকে সবাই ভালোবাসি, আরও বেশি। দেশ তখনই মানুষ হবে, মানুষ যখন হবে দেশি।’

 

সবশেষ তিনি লেখেন, ‘দেখতে দেখতে ৭১-এর আজ ৫১। আসুন দাঁড়াই একে অন্যর জন্য। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।’

 

একুশে সংবাদ/এসএপি

বিনোদন বিভাগের আরো খবর