সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

অবশেষে ফরিদপুরে স্বস্তির বৃষ্টি

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:১৪ পিএম, ৬ মে, ২০২৪

ফরিদপুরে টানা দাবদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি পড়েছে। সোমবার (৬ মে) বিকেল সাড়ে ৪টার দিকে এই বৃষ্টি স্বস্তি এনে দেয় ফরিদপুরবাসীর।

এসময় রাস্তায় বৃষ্টিতে ভিজে সাধারণ মানুষদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে। কয়েকদিন ধরেই আবহাওয়া অধিদপ্তর সারা দেশে বৃষ্টি পূর্বাভাস জানিয়ে আসছিল। অবশেষে বৃষ্টির দেখা পেয়ে আনন্দিত সবাই।

জাকির হোসেন নামে এক পথচারী  বলেন, টানা গরমে ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায় স্বস্তির বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিতে প্রকৃতি কিছুটা হলেও শীতল হয়েছে।

রাসেল নামে এক কৃষক বলেন, অসহ্য গরমে দিনের বেলা কাজ করতে বের হওয়া দুস্কর হয়ে পড়েছে। বৃষ্টি হওয়ার পর থেকে প্রকৃতিতে শীতল বাতাস শুরু হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে জনজীবনে।

ভ্যান চালক জানান, তীব্র গরমের ফলে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। এর মাঝে আজকের বৃষ্টির ফলে অনেকটা স্বস্তি লাগছে।

কলেজছাত্র উজ্জ্বল বিশ্বাস বলেন, তীব্র গরমে বেশ কিছু দিন ধরে বৃষ্টি হচ্ছে না। শুধু শুনেই যাচ্ছিলাম বৃষ্টি হবে হবে কিন্তু হচ্ছিল না। বৃষ্টি হওয়ায় ভালো লাগছে। এখন অনেক শান্তি লাগছে।

 

একুশে সংবাদ/স.চ.জে/সা.আ

সারাবাংলা বিভাগের আরো খবর