সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

অবশেষে সৃজিত-মিথিলাকে আইনি নোটিশ

প্রকাশিত: ০১:১১ পিএম, ২৮ অক্টোবর, ২০২০

দুর্গাপূজার অষ্টমীর দিন সকালে পূজা মণ্ডপের ‘নো এন্ট্রি জোন-’এ ঢুকে অঞ্জলি দিয়ে আদালত অবমাননা করার অভিযোগে টলিউড নির্মাতা সৃজিত মুখার্জি ও তার স্ত্রী মডেল-অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

শুধু সৃজিত-মিথিলাই নন, টলিউড অভিনেত্রী নুসরাত জাহানসহ কলকাতা হাই কোর্টের নির্দেশ অমান্য করে যারা অষ্টমীর দিন সকালে মণ্ডপে প্রবেশ করে অঞ্জলি দিয়েছেন, তাদের সবার বিরুদ্ধেই আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে আগেই জানিয়েছিলেন পূজা মামলাকারীর আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি। পূজা শেষ হতেই নোটিশ পাঠানোর বিষয়ে তোড়জোড় শুরু করেন তিনি।

নুসরাত জাহান, সৃজিত-মিথিলার বিরুদ্ধে আইনি নোটিশ ডাকযোগে প্রেরণ করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) নোটিশ হাতে পাওয়ার কথা রয়েছে।

গত ২৫ অক্টোবর সকালে কলকাতার নিউ আলিপুরের সুরুচি সংঘের পূজায় অঞ্জলি দিতে গিয়েছিলেন অভিনেত্রী ও তৃণমূল সাংসদ নুসরাত জাহান, নিখিল জৈন, সৃজিত, মিথিলা। এবার করোনার কারণে কলকাতা হাইকোর্ট সমস্ত পূজা মণ্ডপ ‘দর্শকশূন্য’ রাখার নির্দেশ দিয়েছিলেন।

একুশে সংবাদ/রা/বিআর

বিনোদন বিভাগের আরো খবর