সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

র‍্যাব-৫ কর্তৃক ১ কেজি ৯৯০ গ্রাম গাঁজা সহ ১ জন মাদক ব্যবসায়ী আটক

একুশে সংবাদ প্রকাশিত: ০১:২৮ পিএম, ২১ জুন, ২০২১

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

এরই এরই ধারাবাহিকতায় সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‍্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল রবিবার বিকেল ৩টায় গোয়েন্দা তথ্যের ভিক্তিতে, নাটোর জেলার বড়াইগ্রাম থানাধীন মহিষভাঙ্গা গ্রাম এলাকায় কোম্পানী কমান্ডার সিনিঃ এএসপি এ কে এম এনামুল করিম এর নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এই সময় ১ কেজি ৯৯০ গ্রাম গাঁজা সহ মৃত দেরাজ মোল্লার  ছেলে  তারেক মোল্লাকে  মহিষভাঙ্গা থেকে আটক করে র‍্যাব।

কম্পানীর কমান্ডার বলেন, জিজ্ঞাসাবাদে জানা যায় যে, জব্দকৃত আলামত গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখিয়াছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার মাধ্যমে যুব সমাজকে বিপদগামী করিতেছে।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে বড়াইগ্রাম থানা মামলা রুজু করা হয়েছে।

 


একুশে সংবাদ/সুরুজ

অপরাধ বিভাগের আরো খবর