সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্যে গণহত্যা দিবস পালিত

একুশে সংবাদ প্রকাশিত: ০২:১৭ পিএম, ২৫ মার্চ, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে ভয়াল ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে।

 

দিবসটি উপলক্ষে শনিবার (২৫ মার্চ) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের উদ্দোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনাসভা জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

 

সভায় প্রধান অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাংসদ আব্দুল ওদুদ। বিশেষ অতিথি ছিলেন, সংরক্ষিত আসনের সাংসদ ফেরদৌসি ইসলাম জেসি।

 

অন্যন্যোর মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ ওরাঁও, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, সেক্টর কমান্ডারস্ ফোরামের জেলা সভাপতি এ্যাভোকেট আব্দুস সামাদ,  সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ।

 

সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু যখন স্বাধীনতার ডাক দিয়ে বাঙ্গালী জাতিকে সংগঠিত করেছিলেন, ঠিক সেই ২৫ মাচের্র কালোরাত্রিতে অর্তকিতভাবে পাকিস্তানী বাহিনী বাঙ্গালীর ওপর নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যা রচিত করেছিল। কিন্তু বীর বাঙ্গালীরা গণহত্যায় ভীত-সন্তস্ত্র না হয়ে তারা তাদের বুকের তাজা রক্ত দিয়ে ৯ মাস যুদ্ধ করে দেশকে স্বাধীন করেন। তাই ভয়াল ২৫ মার্চের কালোরাত্রিতে এই বর্বর গণহত্যায় শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন অংশগ্রহণকারীরা।

 

শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

 

একুশে সংবাদ/এসএপি

সারাবাংলা বিভাগের আরো খবর