সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ধর্মপাশায় এনজিও’র উদ্যোগে মৃৎ শিল্প নিয়ে কর্মশালা

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:৪৫ পিএম, ১৪ জানুয়ারি, ২০২৩

পুরাতন মৃৎ শিল্পের ঐতিহ্য ফিরে পাওয়ার জন্যে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ঐতিহ্যবাহী সেলবরষ ইউনিয়নের পালপাড়া গ্রামে মৃৎ শিল্পনিয়ে এর সাথে সংশ্লিষ্টদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেল ৩টায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় কারী সংস্থা উপমা-উন্নয়ন পরিকল্পনার মানুষ বাস্তবায়নে উপজেলার পালপাড়া গ্রামে এ উঠান বৈঠক অনুষ্টিত হয়।

 

পালপাড়া মৃৎ শিল্প উন্নয়ন প্রকল্পের সভাপতি মেন্টু পালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রতন চন্দ্র পালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপমা- উন্নয়ন পরিকল্পনার মানুষ এর নির্বাহী পরিচালক এম এইচ তালহা চৌধুরী।

 

বক্তব্য রাখেন মাঠ সহায়ক সালমা আক্তার, সন্ধ্যা রানী পাল, রীনা রানী পাল, বিউটি পাল, বেলা রানী পাল, বিকাশ চন্দ্র পাল, সুবল চন্দ্র পাল প্রমুখ।

 

এনজিও সংস্থা উপমা কর্তৃক, অফেরৎযোগ্য কাঁচামাল, জ্বালানী, রংতুলি, চুলা তৈরীর জন্য এর সাথে সংশ্লিষ্টদের হাতে নগদ ১৩ হাজার টাকা টাকা তুলে দেয়া হয়।

 

একুশে সংবাদ/কু.শে.দা.প্রতি/এসএপি

সারাবাংলা বিভাগের আরো খবর